Mamata Banerjee

‘ওই ভাবে দেহ নিয়ে যাওয়া ঠিক হয়নি পুলিশের’, কালিয়াগঞ্জকাণ্ডে মুখ্যমন্ত্রী বললেন, ওই একটাই ভুল!

পরিস্থিতি যাই হোক, ‘ভুল’টাকে যে তিনি ‘ভুল’ হিসাবেই দেখছেন তা জানিয়ে মমতা বলেন, ‘‘অনেকেই পাথর খেয়ে আহত হয়েছে। কিন্তু সে সব আমরা দেখিনি, আমরা আগেই চার জনকে সাসপেন্ড করেছি।’’

Advertisement

নিজস্ব সংবাদদাতা

শেষ আপডেট: ২৬ এপ্রিল ২০২৩ ১৯:১৫
Share:

বুধবার নবান্নে সাংবাদিক বৈঠকে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। ছবি: পিটিআই।

কালিয়াগঞ্জে নিহত ছাত্রীর দেহ রাস্তা দিয়ে টেনে নিয়ে গিয়ে ঠিক করেনি পুলিশ— সাংবাদিক বৈঠকে ‘ভুল’ স্বীকার করে বললেন রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। যিনি রাজ্যের পুলিশমন্ত্রীও। বুধবার নবান্নে সাংবাদিক বৈঠকে কালিয়াগঞ্জ প্রসঙ্গে বলতে গিয়ে মমতা বলেন, ‘‘এই জায়াগাটা একটা ভুল হয়েছে আমাদের। ও ভাবে নিয়ে যাওয়া উচিত হয়নি।’’ তবে একই সঙ্গে পুলিশের প্রতি সহমর্মিতা প্রকাশ করে মমতা জানিয়েছেন, পুলিশকে লক্ষ্য করে সে দিন যে ভাবে পাথর ছোড়া হচ্ছিল, তাতে এ ছাড়া আর কোনও উপায়ও ছিল না ওঁদের।

Advertisement

গত শনিবার উত্তর দিনাজপুরের কালিয়াগঞ্জে এক ছাত্রীকে নিগ্রহ করে খুনের অভিযোগ ঘিরে উত্তপ্ত হয়ে ওঠে পরিস্থিতি। এর পর রবিবার প্রকাশ্যে আসে একটি ভিডিয়ো। তাতে দেখা যায় পুলিশকর্মীরা ছাত্রীর দেহটিকে রাস্তা দিয়ে টানতে টানতে নিয়ে যাচ্ছেন। কেউ তাড়া করেছে তাঁদের। তাড়া খেয়েই মৃতদেহটিকে নিয়ে দৌড়চ্ছেন তাঁরা। যদিও পিছনে কারা ছিল, ভিডিয়োয় তা দেখা যায়নি। ভিডিয়োটির সত্যতাও যাচাই করেনি আনন্দবাজার অনলাইন। এর পরেই বুধবার নবান্নের সাংবাদিক বৈঠকে বিষয়টি উত্থাপন করেন মুখ্যমন্ত্রী। বলেন, ‘‘যখন মৃতদেহ নিয়ে যাওয়া হচ্ছে তাদের পাথর ছোড়া হচ্ছিল বড় বড়। তাদের ওই ভাবে নিয়ে যাওয়া উচিত হয়নি। কিন্তু নিয়ে যাবে কী করে! পাথর ছুড়ছিল বড় বড়।’’

তবে পরিস্থিতি যাই হোক, ‘ভুল’টাকে যে তিনি ‘ভুল’ হিসাবেই দেখছেন এবং যথাযথ শাস্তির ব্যবস্থাও করেছেন, তা জানিয়ে মমতা বলেন, ‘‘সেই সময়টা পাথর খেতে খেতে কারও মাথায় লেগেছে, কোনও সিভিক আহত হয়েছে। কিন্তু সে সব আমরা দেখিনি। আমরা চার জনকে সাসপেন্ড করে দিয়েছি। শাস্তিও দেওয়া হবে। তবে আগে তারা সুস্থ হোক।’’

Advertisement

এর সঙ্গেই মৃতদেহ নিয়ে যাওয়ার জন্য পুলিশকে বিশেষ ব্যাগ দেওয়ার ব্যবস্থা করা হবে বলেও জানান মুখ্যমন্ত্রী। মমতা বলেন, ‘‘আমরা ঠিক করেছি থানাগুলোকে ১০টা করে ব্যাগ দিয়ে দেব। যে ব্যাগে কোভিডের সময় আপনারা দেখেছেন মৃতদেহ রাখা যায়। কারণ মৃতদেহ হল জীবিত অবস্থার থেকেও বেশি সম্মানীয়।’’

মঙ্গলবারই কালিয়াগঞ্জে পুলিশের উপর চড়াও হয় উন্মত্ত জনতা। সেই হামলার ঘটনায় গুরুতর জখম হন বহু পুলিশকর্মী। থানাতেও আগুন লাগিয়ে দেয় বিক্ষুব্ধ জনগণ। বুধবার এই হামলাকে বিরোধীদের পরিকল্পিত চক্রান্ত বলেও মন্তব্য করেছেন মমতা। বলেছেন, ‘‘বাড়িঘর পুড়িয়ে বিহার থেকে লোক এনে বিজেপি যে তাণ্ডব চালিয়েছে, যে ভাবে গুন্ডামি আর জল্লাদগিরি করেছে, যে ভাবে মেয়ে পুলিশের গায়ে হাত তুলেছে, সরকারি সম্পত্তি নষ্ট করছে, তার তদন্ত হবে। পুলিশকে কঠোর ভাবে এর তদন্ত করতে বলব।’’ মুখ্যমন্ত্রী বলেন, ‘‘পুলিশকে আমি বলেছি, দলমত না দেখে যাকে দোষী পাবেন তাকে সরাসরি গ্রেফতার করুন। দোষীদের সম্পত্তিও বাজেয়াপ্ত করুন।’’

তবে একই সঙ্গে কালিয়াগঞ্জের ঘটনারও যথাযথ তদন্ত হবে বলে আশ্বাস দিয়েছেন মমতা। এ নিয়ে বিরোধীদের সমালোচনা প্রসঙ্গে মমতার জবাব— ‘‘যা হয়েছে, তার জন্য দুঃখিত। বাচ্চা মেয়ে। এমন ঘটনা ঘটুক আমরা চাই না। আমরাও দুঃখিত। কিন্তু কিছু কিছু ঘটনা ঘটে যায়। কিন্তু ঘটনা ঘটলে আগে দেখুন সরকার ব্যবস্থা নিচ্ছে কি না। আমরা সঙ্গে সঙ্গে যাবতীয় পদক্ষেপ করেছি। না করলে তখন বলতেন। আমরা বাচ্চাটির পরিবারের পাশে আছি। এ-ও জেনেছি ওদের মধ্যে ভালবাসা ছিল। তদন্ত হবে।’’

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement