Mamata Banerjee

Mamata Banerjee: কোভিডে ১০০ কোটি টিকাকরণের দাবি আসলে জুমলা, দাবি করলেন মমতা বন্দ্যোপাধ্যায়

Advertisement

নিজস্ব সংবাদদাতা

কলকাতা শেষ আপডেট: ২৪ অক্টোবর ২০২১ ১৮:১২
Share:

শিলিগুড়ির সভায় কেন্দ্রের টিকাকরণ নীতিকে কাঠগড়ায় তুললেন মমতা বন্দ্যোপাধ্যায়। নিজস্ব চিত্র।

নরেন্দ্র মোদী সরকার দেশে মোট ১০০ কোটি টিকাকরণের দাবি করেছে। কিন্তু সেই দাবিকে ‘জুমলা’ বলে কটাক্ষ করলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। রবিবার শিলিগুড়ির সভায় মমতা বলেন, ‘‘বলা হচ্ছে, ১০০ কোটি টিকাকরণ হয়ে গিয়েছে। দেশের মোট জনসংখ্যা ১৩০ কোটি। আর প্রত্যেককে দু’টি করে টিকা দেওয়া হয়েছে। তাই কী ভাবে ১০০ কোটি মানুষকে টিকা দেওয়া হয়েছে, তা নিয়ে প্রশ্ন রয়ে গিয়েছে।’’ তিনি আরও বলেন, ‘‘এখনও পর্যন্ত দেশের ২৯ কোটি ৫২ লক্ষ মানুষ দু’টি টিকা পেয়েছেন। একটাও টিকা পাননি অনেকে। সেই সব মানুষকে টিকাকরণের ব্যবস্থা না করে কৃতিত্বের দাবি করছে।’’

Advertisement

মমতার দাবি, সারা ভারতে ৩৫ কোটি মানুষ এখনও একটিও টিকা পায়নি। যাঁরা টিকা পাননি, তাঁদের টিকা না দিয়ে ঢক্কানিনাদ করছে। মুখ্যমন্ত্রীর আরও প্রশ্ন, ‘‘এখনও ১৮ বছরের নীচে টিকাকরণ শুরুই হয়নি। তা হলে কী ভাবে দেশের সর্বস্তরের মানুষ টিকা পেলেন?’’ সভায় কত জন কোভিশিল্ড আর কতজন কোভ্যাক্সিন নিয়েছেন, তা জানতে চান মমতা। তিনি বলেন, ‘‘এ ক্ষেত্রে একটি কেলেঙ্কারি হয়ে রয়েছে। কোভ্যাক্সিন তিনিও নিয়েছেন। তিনি আমেরিকা ঘুরে এলেন। কোভ্যাক্সিন নিয়ে ছাত্রছাত্রীরা পড়াশুনোর জন্য বাইরে যেতে পারছেন না। কেউ চিকিৎসা করাতে বাইরে যেতে পারছেন না। আমি প্রধানমন্ত্রীকে চিঠি লিখে বলেছি, কোভ্যাক্সিন যাঁরা নিয়েছেন, তাঁরাও যেন অন্য দেশে যাওয়ার সুযোগ পান।’’ টিকা বণ্টনেও পশ্চিমবঙ্গকে কেন্দ্রীয় সরকার বঞ্চিত করেছে বলেও অভিযোগ করেন মমতা। তিনি বলেন, ‘‘আমাকে সাত কোটি টিকা দেওয়া হয়েছে। বলা হচ্ছে, আমরা টিকাকরণে তিন নম্বরে। মহারাষ্ট্র ও উত্তরপ্রদেশকে অনেক বেশি টিকা দেওয়া হয়েছে বলেই তারা এগিয়ে।’’
সম্প্রতি কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রক ঘোষণা করেছে, যে বিএসএফ এ বার থেকে ৫০ কিলোমিটার এলাকা পর্যন্ত নজরদারি করতে পারবে। মমতা বলেন, ‘‘আমি বিএসএফের বিরুদ্ধে নই। কিন্তু বিভেদের ভাবনা নিয়ে যে সব সিদ্ধান্ত নেওয়া হচ্ছে, তা ভালো নয়। আমরা প্রতিবেশী রাজ্যের সঙ্গে যেমন ভাল সম্পর্ক রেখে চলি, তেমনই ভুটান ও বাংলাদেশের সঙ্গেও আমাদের সম্পর্কও বেশ মধুর।’’

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement