Mamata Banerjee

Mamata on Vaccine: দ্বিতীয় টিকাকরণে বাংলা সেরা, টিকা নষ্টও হয়েছে সবথেকে কম, বললেন মুখ্যমন্ত্রী মমতা

মমতা জানান, এই মুহূর্তে রাজ্যে সংক্রমণের হার ১.৫ শতাংশ। ৯৮ শতাংশ রোগী সুস্থ হয়ে উঠেছেন। মোট আড়াই কোটি মানুষকে টিকা দেখা হয়েছে।

Advertisement

নিজস্ব সংবাদদাতা

শেষ আপডেট: ১৫ জুলাই ২০২১ ১৭:২৪
Share:

গ্রাফিক: শৌভিক দেবনাথ।

টিকাকরণ নিয়ে এখনও বিভিন্ন জেলায় বিক্ষোভের ঘটনা সামনে আসছে। টিকা পাওয়া যাচ্ছে না বলে অভিযোগ করছে বিরোধী দলগুলিও। কিন্তু নবান্নে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় সাফ জানিয়ে দিলেন, দ্বিতীয় টিকাকরণে দেশে সেরা বাংলা। টিকা নষ্টও সবথেকে কম হয়েছে এই রাজ্যে।

বৃহস্পতিবার নবান্নে সাংবাদিক বৈঠকে মুখ্যমন্ত্রী বলেন, ‘‘রাজ্যে দ্বিতীয় টিকাকরণ খুব ভাল হচ্ছে। দ্বিতীয় টিকাকরণে আমরা দেশে সেরা। টিকা নষ্ট হওয়ার হারও আমাদের সবথেকে কম। কিন্তু তার পরেও বাংলার নামে বদনাম ছড়ানো হচ্ছে। বিজেপি শাসিত রাজ্যগুলিকে বেশি টিকা দেওয়া হচ্ছে। আমাদের কম দেওয়া হচ্ছে।’’

রাজ্যের সাম্প্রতিক করোনা পরিস্থিতিও তুলে ধরেন মমতা। তিনি জানান, এই মুহূর্তে রাজ্যে সংক্রমণের হার ১.৫ শতাংশ। ৯৮ শতাংশ রোগী ইতিমধ্যেই সুস্থ হয়ে উঠেছেন। মোট আড়াই কোটি মানুষকে টিকা দেওয়া হয়েছে। তার মধ্যে ১ কোটি ৮১ লক্ষ মানুষকে প্রথম টিকা দেওয়া হয়েছে। ৭০ লক্ষ মানুষ দুটি টিকা পেয়েছেন।

তার পরেই ফের কেন্দ্রের বিরুদ্ধে বঞ্চনার অভিযোগ তোলেন মুখ্যমন্ত্রী। তিনি বলেন, ‘‘আমাদের মোট ১৪ কোটি টিকা প্রয়োজন। কিন্তু এখনও পর্যন্ত কেন্দ্র ২ কোটি ১২ লক্ষ টিকা পাঠিয়েছে। আমরা ৬০ কোটি টাকা দিয়ে ১৮ লক্ষ টিকা কিনেছি। বেসরকারি হাসপাতালগুলিও কিছু টিকা কিনেছে। আমরা প্রতি দিন ১০ লক্ষ টিকা দেওয়ার ক্ষমতা রাখি। সেটা ২০ লক্ষও হয়ে পারে। কিন্তু টিকা পেলে তবে তো দেব। বাংলাকে বঞ্চনা করা হচ্ছে।’’

Advertisement

টিকা নিয়ে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীকে বৃহস্পতিবার ফের চিঠি পাঠিয়েছেন বলে জানান মমতা। যদিও আক্ষেপের সুরে তিনি বলেন, ‘‘চিঠি পাঠাই। উত্তর পাই না। জানি এ বারেও পাব না। কিন্তু বিভিন্ন ঘটনা নিয়ে প্রধানমন্ত্রীর দৃষ্টি আকর্ষণ করা আমার কর্তব্য। সেটা আমি করব।’’

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement