—ফাইল চিত্র।
রূপশ্রী প্রকল্পে আবেদনকারীদের যাচাই করতে গিয়ে বেশি সময় লেগে যাচ্ছে। অনেক সময় আবেদনকারীরা বিয়ের আগে টাকা পাচ্ছেন না। এটা করা যাবে না। পূর্ব মেদিনীপুরের প্রশাসনিক বৈঠকে স্পষ্ট বার্তা দিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। এ দিন সংশ্লিষ্ট দফতরের সচিবকে তিনি বলেন, তাঁর কাছে খবর, বহু ক্ষেত্রেই পরিবারগুলি যথা সময়ে টাকা পায় না। সচিব অবশ্য জানান, নিয়ম মতো ৬০ দিন আগে আবেদন করতে হয়। কিন্তু তাঁরা ৭ দিনের মধ্যেও টাকা দেওয়ার ব্যবস্থা করে দেন। কিন্তু উত্তরে মুখ্যমন্ত্রী নির্দেশ দেন, প্রয়োজনে আরও দ্রুত টাকা দেওয়ার ব্যবস্থা করতে হবে। বহু সময়েই খুব কম দিনের নোটিসে বিয়ে ঠিক হয়ে যায়।