Mamata Banerjee

বিশ্বকাপে কেলেঙ্কারি: মুখ্যমন্ত্রী

বিধানসভায় একটি বিল নিয়ে বিতর্কে অংশগ্রহণ করে এ দিন তিনি টিকিট কেলেঙ্কারির দিকে ইঙ্গিত করেন।

Advertisement

নিজস্ব সংবাদদাতা

কলকাতা শেষ আপডেট: ৩০ নভেম্বর ২০২৩ ০৬:২৩
Share:

মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। ছবি: পিটিআই।

সদ্যসমাপ্ত ক্রিকেট বিশ্বকাপে ‘কেলেঙ্কারি’ হয়েছে বলে আশঙ্কা প্রকাশ করলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। তিনি বুধবার দাবি করেছেন, ‘‘সব সেটিং হয়ে গিয়েছে। বড় কেলেঙ্কারি। সব বেরোবে!’’ আমদাবাদের মোতেরা স্টেডিয়ামের নামকরণ নিজের নামে করেছেন বলে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীকেও কটাক্ষ করেছেন মুখ্যমন্ত্রী।

Advertisement

বিধানসভায় একটি বিল নিয়ে বিতর্কে অংশগ্রহণ করে এ দিন তিনি টিকিট কেলেঙ্কারির দিকে ইঙ্গিত করেন। মমতার কথায়, ‘‘ক্রিকেট নিয়ে কী হয়েছে, আমরাও তা একটু একটু শুনতে পাচ্ছি। প্যাটিং, ফ্যাটিং না কী সব, সেটিং হয়ে গিয়েছে। টিকিট অনলাইনে দেওয়া হল। খুলেই আবার বন্ধ করে দেওয়া হল। আর বিজেপির লোকেদের দেওয়া হল।’’ ফাইনাল ম্যাচের পিচ নিয়ে তাঁর মন্তব্য, ‘‘আমার ভাষায় বলছি, তুক-তাক করে রাখা হয়েছিল।’’

মুখ্যমন্ত্রী এ দিন আরও বলেছেন, ‘‘গান্ধীজির নামে একটা স্টেডিয়াম হয় না! আমরা তো কোনও কিছু নিজেদের নামে বা দলের নামে করি না। মা-মাটি-মানুষ বা ‘জাগো বাংলা’র নামে কিছু করিনি।’’

Advertisement
(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement