অভিষেক বন্দ্যোপাধ্যায়।
দলে ফিরতে চাওয়া নেতাদের নিয়ে কোনও আলোচনা হয়নি। এ বিষয়ে যাবতীয় সিদ্ধান্ত নেবেন মমতা। সাংবাদিক বৈঠকে জানালেন সৌগত রায়।
একমাসের মধ্যে জেলা সংগঠনের রদবদল হবে এবং তা স্বয়ং করবেন মমতা বন্দ্যোপাধ্যায়। সাংবাদিক বৈঠকে জানিয়েছেন পার্থ চট্টোপাধ্যায়
রাজ্যে তৃণমূলের সাধারণ সম্পাদক করা হল কুণাল ঘোষকে।
ঋতব্রত বন্দোপাধ্যায় শ্রমিক সংগঠনের (আইএনটিটিইউসি) সভাপতি। কাকলি ঘোষ দস্তিদার সর্বভারতীয় মহিলা তৃণমূলের সভানেত্রী। পূর্ণেন্দু বসুকে খেত-মজুর সংগঠনের সভাপতি করা হয়েছে। তৃণমূলের সাংস্কৃতিক সভাপতি হলেন রাজ চক্রবর্তী। বঙ্গ জননী সভাপতি মালা রায়কে করা হল। সর্বভারতীয় সভাপতি দোলা সেন। রাজ্য সম্পাদকের পদে সায়ন্তিকা ব্যানার্জি।
কোনও মন্ত্রী গাড়িতে লালবাতির ব্যবহার করতে পারবেন না, নির্দেশ মমতার। নেত্রীর কড়া নির্দেশ, দুর্নীতিতে যেন কারও নাম না জড়ায়। কয়লা, বালি পাচার নিয়ে দলের কোনও নেতার বিরুদ্ধে যেন অভিযোগ না ওঠে।দুয়ারে ত্রাণ নিয়ে কোনও অভিযোগ উঠলে সঙ্গে সঙ্গে ব্যবস্থা নেওয়া হবে। স্বচ্ছতা বজায় রেখে সরকারি প্রকল্প বাস্তবায়িত করতে হবে, কোনও অভিযোগ যেন না ওঠে। সোশ্যাল মিডিয়ায় যখন তখন যা খুশি বলা যাবে না।
দলে এক নেতা এক পদ কার্যকর করতে হবে বলে, বৈঠকে জানালেন মমতা বন্দ্যোপাধ্যায়
মদন মিত্র ওয়াকিং কমিটির সদস্য না হলেও তাঁকে বৈঠকে ডাকা হয়েছিল। ফেসবুক লাইভ নিয়ে মদনকে তীব্র ভর্ৎসনা করেন দলনেত্রী।
সায়নী ঘোষ নতুন যুব সভানেত্রী। অভিনেত্রী আসানসোল দক্ষিণের পরাজিত প্রার্থী সায়নী। সর্বভারতীয় পদে অভিষেক বন্দ্যোপাধ্যায়।
ওয়ার্কিং কমিটির বৈঠকের পরই বেরিয়ে গেলে অনুব্রত মণ্ডল। ডাক্তার দেখাতে যাওয়ার কথা তাঁর।
ওয়ার্কিং কমিটির বৈঠক শেষ হয়ে গিয়েছে। এ বার শুরু হল জেলা নেতৃত্বের সঙ্গে ভার্চুয়াল বৈঠক।
চলছে তৃণমূলের কোর কমিটির বৈঠক। রয়েছেন সুব্রত বক্সী, পার্থ চট্টোপাধ্যায়, চন্দ্রিমা ভট্টাচার্য, কাকলি ঘোষ দস্তিদার, ববি হাকিম, গৌতম দেব, অরূপ বিশ্বাস, সুব্রত মুখোপাধ্যায়, শোভনদেব চট্টোপাধ্যায়। এই বৈঠক শেষ হলে জেলা নেতৃত্বের সঙ্গে ভার্চুয়াল বৈঠক শুরু হবে।
তৃণমূল ভবনে পৌঁছলেন ডায়মন্ড হারবারের সাংসদ অভিষেক বন্দ্যোপাধ্যায়।