Mamata Banerjee

‘গোলি মারো’য় কঠোর মমতা, ওড়ালেন ধনখড়

স্লোগানে গুরুত্ব দেওয়ার দরকার আছে বলে মনেই করেন না রাজ্যের ‘সাংবিধানিক প্রধান’, রাজ্যপাল জগদীপ ধনখড়।

Advertisement

নিজস্ব সংবাদদাতা

কলকাতা শেষ আপডেট: ০৩ মার্চ ২০২০ ০৩:৪১
Share:

রাজ্যপাল জগদীপ ধনখড় ও মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়।

কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহের সভায় যাওয়ার মিছিল থেকে রবিবার স্লোগান উঠেছিল ‘দেশ কে গদ্দারোঁ কো গোলি মারো সালোঁকো।’

Advertisement

খবর পেয়েই পুলিশ ও প্রশাসনকে কঠোর ব্যবস্থা নেওয়ার নির্দেশ দেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। ওই রাতেই পুলিশ গ্রেফতার করে তিন জনকে।

সোমবার নেতাজি ইন্ডোরের দলীয় সমাবেশে সেই প্রসঙ্গ তুলে মুখ্যমন্ত্রী বলেন, ‘‘গোলি মারো’র মতো স্লোগান অন্যায়, বেআইনি, দানবিক। আমরা কাল রাতেই তিনজনকে গ্রেফতার করেছি। ছেড়ে দিলে আরও পাঁচজন এ কাজ করবে।’’

Advertisement

তবে স্লোগানে গুরুত্ব দেওয়ার দরকার আছে বলে মনেই করেন না রাজ্যের ‘সাংবিধানিক প্রধান’, রাজ্যপাল জগদীপ ধনখড়। এদিন ভিক্টোরিয়া মেমোরিয়ালে একটি অনুষ্ঠানে গিয়ে সাংবাদিকদের কাছে তাঁর মন্তব্য, ‘‘এক হাজার মানুষের মিছিলে যদি এক শতাংশ লোক কিছু বলে, আমার কাছে তার গুরুত্ব ০.০১ শতাংশ!’’

মমতা অবশ্য স্লোগানের ঘটনাটিকে কোনওভাবেই হালকা করে দেখছেন না। তিনি বলেন, ‘‘কলকাতায় স্লোগান দিয়েছে দিল্লির ভাষায়। বলতেও লজ্জা হচ্ছে। দিল্লিতে বিজেপির যে নেতারা প্ররোচনামূলক স্লোগান দিলেন তাঁদের কেন গ্রেফতার করা হল না?’’

তাঁর আরও বক্তব্য, ‘‘কে গদ্দার, তা মানুষ ঠিক করবে। এটা দিল্লি নয়, কলকাতা। এটা বাংলা। আমরা বুকের রক্ত দিয়ে এ সব ঠেকাব।’’

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement