—নিজস্ব চিত্র।
দুর্যোগ মোকাবিলায় বিশেষজ্ঞ কমিটি গড়া হোক. প্রশাসনিক বৈঠকে বললেন মুখ্যমন্ত্রী
ম্যানগ্রোভ লাগানো হলেও কোথায় গেল? অন্তত ১০ বছরের জন্য ঠিকাদারদের জন্য দায়িত্ব দিতে হবে। ভাঙন রুখতে ভেটিভার ঘাস লাগাতে হবে। জানালেন মমতা।
আলাপন বন্দ্যোপাধ্যায় নিয়ে প্রশ্ন করবেন না, চ্যাপ্টার ইজ ওভার নাও, মন্তব্য মমতার
দিঘায় লক্ষ লক্ষ মানুষের উপার্জন হয়। কংক্রিটের পাথওয়ে কেন ভেঙে গেল? বসার চেয়ার ভেঙে গিয়েছে। সমুদ্রের বোল্ডার নষ্ট হয়ে গিয়েছে। হকারদের দোকানগুলি আবার তৈরি করতে হবে। বর্ষার আগে চূড়ান্ত প্রস্তুতি নিতে চাই। দিঘার সৌন্দর্যায়ন নষ্ট হয়ে গিয়েছে। সমুদ্রের কাছে হোটেল তৈরি করেছে। প্রতিবছরই লক্ষ লক্ষ টাকা খরচ করে বাঁধ সারাই হচ্ছে। আবার ভেঙে যাচ্ছে। মন্তব্য মুখ্যমন্ত্রীর।
লক্ষ লক্ষ টাকা জলে যাচ্ছে। দুই ২৪ পরগনা এবং পূর্ব মেদিনীপুরে ৫ কোটি ম্যানগ্রোভ বসাতে হবে। আমপানের সময় প্রচুর গাছ ভেঙেছে। সেই গাছ কোথায় গেল? জানতে চাইলেন মুখ্যমন্ত্রী
মন্দারমণিতে হোটেলের ক্ষতি হয়েছে নিজেদের দোষে। দিঘার চিফ ইঞ্জিনিয়ারকে দায়িত্ব নিতে হবে। প্রয়োজনে ১০০ দিনের কাজের লোক লাগাতে হবে।
দিঘার সৌন্দর্যায়নের ভিত্তিটাই ভুল ছিল। মুখ্যমন্ত্রীর মন্তব্য, দায়িত্বহীনতায় ভুগছে দফতরগুলি।
দিঘায় গাফিলতির জন্য প্রচুর ক্ষয়ক্ষতি হয়েছে। দিঘার গাফিলতির তদন্ত হবে বলে জানালেন মুখ্যমন্ত্রী।
আমপানের সময় প্রচুর গাছ ভেঙে পড়েছিল, সেগুলি কোথায় গেল জানতে চাইলেন মুখ্যমন্ত্রী। সব দফতরের কাছ থেকে তিন দিনের মধ্যে রিপোর্ট চাই। তার আগে প্রয়োজনীয় সব পদক্ষেপ করতে হবে। বছরের পর বছর কেন ব্রিজের কাজ বন্ধ আছে? সুন্দরবনে বেশিরভাগ বাঁধ ভেঙেছে।