Mamata Banerjee

পিছনে কারা? অশান্তি মোকাবিলায় মুখ্যমন্ত্রীর বৈঠক প্রশাসনিক কর্তাদের নিয়ে

সূত্রের খবর, বৈঠকের প্রথমেই পুলিশকর্তাদের কাছে মুখ্যমন্ত্রী জানতে চান, এ ধরনের অশান্তির বাধানোর আগাম গোয়েন্দা তথ্য তাঁদের কাছে ছিল না কেন?

Advertisement

নিজস্ব সংবাদদাতা

শেষ আপডেট: ১৫ ডিসেম্বর ২০১৯ ২২:৪৪
Share:

মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়।—ছবি পিটিআই।

সংশোধিত নাগরিকত্ব আইনের প্রতিবাদের নামে যদি কেউ অশান্তি করার চেষ্টা করেন, তা হলে তাঁর বিরুদ্ধে পুলিশকে কড়া ব্যবস্থা নিতে নির্দেশ দিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। রবিবার রাতে কালীঘাটের বাড়িতে রাজ্যের শীর্ষ প্রশাসনিক এবং পুলিশকর্তাদের নিয়ে জরুরি বৈঠক করেন তিনি। সেই বৈঠকে রাজ্যের মুখ্যসচিব রাজীব সিংহ, স্বরাষ্ট্র সচিব আলাপন বন্দ্যোপাধ্যায়, ডিজি বীরেন্দ্র, রাজ্যের নিরাপত্তা উপদেষ্টা সুরজিৎ কর পুরকায়স্থ, কলকাতা পুলিশ কমিশনার অনুজ শর্মা-সহ উপস্থিত ছিলেন রাজ্য পুলিশের এডিজি (আইন-শৃঙ্খলা) জ্ঞানবন্ত সিংহ, কলকাতা অতিরিক্ত পুলিশ কমিশনার (১) জাভেদ শামিম। সূত্রের খবর, গোটা রাজ্যের সাম্প্রতিক পরিস্থিতি নিয়ে উদ্বেগ প্রকাশ করেছেন মুখ্যমন্ত্রী। পুলিশক‌র্তাদের কাছ থেকে গোয়েন্দা রিপোর্টও চান তিনি।

Advertisement

সূত্রের খবর, বৈঠকের প্রথমেই পুলিশকর্তাদের কাছে মুখ্যমন্ত্রী জানতে চান, এ ধরনের অশান্তির বাধানোর আগাম গোয়েন্দা তথ্য তাঁদের কাছে ছিল না কেন? রাজ্যের সাম্প্রতিক পরিস্থিতির মোকাবিলায় অবিলম্বে থানা স্তরে চূড়ান্ত সতর্কতা জারি করতে ডিজি বীরেন্দ্র এবং এডিজি (আইন-শৃঙ্খলা) জ্ঞানবন্ত সিংহকে নির্দেশ দিয়েছেন মুখ্যমন্ত্রী। বিভিন্ন জায়গায় গন্ডগোলের আগাম খবর পেতে ভিলেজ পুলিশ এবং সিভিক ভলান্টিয়ারদের কাজে লাগাতেও বলেছেন তিনি। তা ছাড়া, অশান্তি পাকানোর আশঙ্কা রয়েছে, এমন সমস্ত জায়গায় কোনও জমায়েত বড় হওয়ার আগেই তা প্রতিহত করার জন্যও পুলিশকর্তাদের নির্দেশ দিয়েছেন তিনি।

পুলিশ সূত্রের খবর, রাজ্যে গত তিন দিনের গন্ডগোলের জন্য তিনটি রাজনৈতিক সংগঠনের নাম উল্লেখ করেছেন পুলিশকর্তারা। সেই সংগঠনগুলো এ রাজ্যে খুব একটা সক্রিয় বা শক্তিশালী না হলেও মূলত কট্টরপন্থী ইসলামিক সংগঠন হিসাবে তাদের অস্তিত্ব রয়েছে।

Advertisement

আরও পড়ুন: বাংলায় পাল্টা বিজ্ঞাপন দিন, শাহকে অনুরোধ স্বপনের, আক্রমণ মমতাকে, বিশিষ্টদেরও

মুখ্যমন্ত্রীকে পুলিশকর্তারা জানান, গোয়েন্দা বিভাগ সূত্রে তাঁরা জানতে পেরেছেন, আগামী কয়েক দিন মুর্শিদাবাদ, মালদহ এবং দুই দিনাজপুরে ওই সংগঠনগুলো বড় ধরনের অশান্তি পাকানোর পরিকল্পনা করছে। সূত্রের খবর, যারা অশান্তি করতে পারে, তাদেরকে চিহ্নিত করার জন্য পুলিশকর্তাদের নির্দেশ দিয়েছেন মুখ্যমন্ত্রী। সেই সঙ্গে সোশ্যাল মিডিয়ায় কেউ প্ররোচনামূলক কোনও ধরনের পোস্ট করলে তার বিরুদ্ধে সঙ্গে সঙ্গে ব্যবস্থা নেওয়ারও নির্দেশ দিয়েছেন তিনি। পাশাপাশি, গত তিন দিনের গন্ডগোলের ভিডিয়ো ফুটেজ দেখে এবং গোয়েন্দা সূত্র কাজে লাগিয়ে মূল পাণ্ডাদের চিহ্নিত করতেও বলেছেন মুখ্যমন্ত্রী। এক শীর্ষ পুলিশকর্তার ইঙ্গিত, দোষীদের চিহ্নিত করে তাঁদেরকে গ্রেফতার করার ক্ষেত্রে তৎপর হতে ইতিমধ্যেই পুলিশকে নির্দেশ দেওয়া হয়েছে।

আরও পড়ুন: বিক্ষোভের জেরে বাতিল বহু ট্রেন, কার্যত বিচ্ছিন্ন উত্তরবঙ্গ

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement