মমতা বন্দ্যোপাধ্যায়।
আমোদপুর থেকে বোলপুর যাওয়ার পথে হঠাৎই গাড়ি থেকে নেমে পড়লেন মুখ্যমন্ত্রী। কোলে শিশু নিয়ে দাঁড়িয়ে থাকা এক মহিলার কাছে গিয়ে জানতে চাইলেন, শিশুটির কী হয়েছে? শিশুটি প্রতিবন্ধী শুনে সঙ্গে সঙ্গে বীরভূমের জেলাশাসককে মমতা বললেন, এসএসকেএম বা বিআইএন-এ বাচ্চাটির চিকিৎসার ব্যবস্থা করতে। কিছুটা এগোতে কোপাইয়ের কাছে এক বৃদ্ধ মমতার গাড়ি রুখে দাঁড়ালেন। মুখ্যমন্ত্রীকে প্রণাম করতে নাছোড় বৃদ্ধের আকুতিতে আবার গাড়ি থেকে নামলেন ‘লজ্জিত’ মমতা। হাঁটাপথে শ্যামবাটি থেকে রাঙাবিতান যেতে যেতেও নানা মানুষের নানা অভাব-অভিযোগ শুনলেন মমতা। যার যা প্রয়োজন, সেই মতো ব্যবস্থা নিতে নির্দেশ দিলেন জেলাশাসক পি মোহন গাঁধীকে।