মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। —ফাইল চিত্র।
রাজ্যে একক লড়াইয়ের ইঙ্গিতই ফের স্পষ্ট করলেন মমতা বন্দ্যোপাধ্যায়। লোকসভা নির্বাচনের জন্য তৃণমূল কংগ্রেসের প্রথম প্রস্তুতি বৈঠকে পরিষ্কার করেই এ কথা জানিয়ে দিয়েছেন তিনি। গোটা দেশে বিজেপি-বিরোধী লড়াইয়ের লক্ষ্যে তৃণমূল ‘ইন্ডিয়া’ জোটে থাকবে বলেও মন্তব্য করেছেন তৃণমূল নেত্রী। তবে তাঁর মতে, রাজ্যে বোঝাপড়া করতে হলে তা হবে তাঁদের শর্তেই।
লোকসভা ভোটে ‘ইন্ডিয়া’র মধ্যে আসন-রফা নিয়ে আলোচনা শুরু করেছে শরিকেরা। এবং আসন ধরে আলোচনার প্রস্তাব দিয়ে সেই কাজ দ্রুত শুরু করার পক্ষে ছিলেন মমতাও। তবে বুধবার কালীঘাটে দলীয় বৈঠকে এই জোট বা তার আসন-রফা নিয়ে পুরনো অবস্থানেই ফিরে গিয়েছেন তিনি। দলীয় সূত্রে খবর, বিজেপির বিরুদ্ধে লড়াইয়ের প্রসঙ্গে দলের নেতাদের উদ্দেশে মমতা বলেন, ‘সন্দেহ নেই, আমরা ‘ইন্ডিয়া’ জোটে আছি। দেশের নিরিখে থাকবও। কিন্তু এ রাজ্যে আমরা একাই লড়ব। এ রাজ্যে আমরাই মূল শক্তি। যা হবে, আমাদের কথায়’! দলের এক শীর্ষ নেতার কথায়, ‘‘দলনেত্রীর এই এই কথাতেই স্পষ্ট যে, সিপিএম তো নয়ই। এ রাজ্যে কংগ্রেসের সঙ্গেও কোনও বোঝাপড়ায় যেতে চাইছেন না তিনি।’’
‘ইন্ডিয়া’ জোটের বৈঠকে হাজির হলেও বিভিন্ন সময়ে ‘যে যেখানে শক্তিশালী, সে সেখানে লড়বে’ বলে একটি সূত্র আগেই সামনে এনেছিলেন মমতা। এ রাজ্যের কংগ্রেস নেতৃত্বও অবশ্য তৃণমূলের সঙ্গে জোট বা আসন-রফায় অনাগ্রহী। তবে মমতার সঙ্গে বোঝাপড়ায় কংগ্রেসের সর্বভারতীয় নেতৃত্বের আগ্রহ বারবার সামনে এসেছে। সেই সূত্রে চর্চায় এসেছে এ রাজ্যে ভোটের লড়াইয়ে কত আসনে রফা হতে পারে, তার নানা ভাবনাও। তবে দলের অন্দরে মমতার এই ঘোষণা সেই প্রক্রিয়া নিয়ে আরও সংশয় তৈরি করল বলেই রাজনৈতিক শিবিরের মত।