Mamata Banerjee

Digha: দিঘায় বাঁধ ভাঙল কী করে? সেচের কাজে ক্ষোভ প্রকাশ, তদন্তের নির্দেশ মুখ্যমন্ত্রী মমতার

আমপানের সময় যে কাজ হয়েছে সেগুলোর অবস্থা কী রকম রয়েছে তা খতিয়ে দেখার নির্দেশ দিয়েছেন মমতা। টাস্ক ফোর্স তৈরির নির্দেশও দিয়েছেন তিনি।

Advertisement

নিজস্ব সংবাদদাতা

কলকাতা শেষ আপডেট: ২৭ মে ২০২১ ১৮:২১
Share:

গ্রাফিক: শৌভিক দেবনাথ।

ঘূর্ণিঝড় ইয়াস-এর দাপটে রাজ্যে ভেঙেছে প্রচুর নদী ও সমুদ্র বাঁধ। সেই বাঁধ ভাঙা নিয়ে সেচ দফতরের বিরুদ্ধে ক্ষোভ উগরে দিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। সেচ দফতরের সচিবকে ভর্ৎসনার পাশাপাশি তদন্তের নির্দেশ দিয়েছেন তিনি।

Advertisement

বৃহস্পতিবার নবান্নে ইয়াস-এর ক্ষয়ক্ষতি নিয়ে পর্যালোচনা করতে গিয়ে সেচ দফতরের সচিব নবীন প্রকাশকে মমতা প্রশ্ন করেন, ‘‘দিঘায় পুরো বাঁধ কী ভাবে ভাঙল? বাঁধ তৈরি করতে এত সময় কেন লাগছে? টাকা তো কম নিচ্ছে না। সব টাকা কি জলে ঢালছি? এই ঘটনার তদন্ত করে দেখা হবে।’’

মমতা আরও বলেন, ‘‘আমি অর্থ দফতরকে বলব, আমপানের সময় যে কাজ হয়েছে সেগুলোর অবস্থা কী রকম রয়েছে, তা খতিয়ে দেখতে। এত টাকা আমি জলে ঢালব না। সেচ দফতরকে বলব, আগে থেকে টাকা ছাড়বে না। একটা টাস্ক ফোর্স তৈরি করো। সব খতিয়ে দেখে তার পর টাকা ছাড়বে।’’

Advertisement

মাটির বাঁধ না দিয়ে গাছ লাগানোরও পরামর্শ দেন মুখ্যমন্ত্রী। তিনি বলেন, ‘‘ম্যানগ্রোভ এলাকায় গাছ লাগানো উচিত। মাটির বাঁধ তো ভেঙে যাবেই। তার থেকে গাছ লাগালে শিকড় মাটির ভিতরে ঢুকে মাটিকে ধরে রাখে। ওটা অনেক ভাল।’’

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement