দিদির নজরে সব আর্জিই, দাবি পার্থের

এ দিন বেহালা পূর্ব কেন্দ্রে এই কর্মসূচি শুরু হয়েছে।

Advertisement

নিজস্ব সংবাদদাতা

শেষ আপডেট: ০৯ অগস্ট ২০১৯ ০৪:৫৭
Share:

ফাইল চিত্র।

‘দিদিকে বলো’ কর্মসূচির প্রতিটি ফোনের বক্তব্য যাচাই করে মমতা বন্দ্যোপাধ্যায়ের নজরে আনা হচ্ছে। প্রয়োজন মতো মুখ্যমন্ত্রী নিজেই সরাসরি সেই বিষয়গুলিতে হস্তক্ষেপ করছেন। বৃহস্পতিবার এ কথা জানিয়েছেন শিক্ষামন্ত্রী তথা তৃণমূলের মহাসচিব পার্থ চট্টোপাধ্যায়। মুখ্যমন্ত্রীর দফতর থেকে সংশ্লিষ্ট আবেদনকারীর সঙ্গে সরাসরি যোগাযোগ করা হচ্ছে বলেও দাবি করেছেন শিক্ষামন্ত্রী।

Advertisement

‘দিদিকে বলো’ কর্মসূচিতে মুখ্যমন্ত্রীকে বিভিন্ন অভাব-অভিযোগ জানানোর ব্যবস্থা করেছে তৃণমূল। লোকসভা নির্বাচনের পরে শাসক শিবিরের জনসংযোগ কর্মসূচি জোরদার করতে স্বয়ং মুখ্যমন্ত্রীই সম্প্রতি এই কর্মসূচির আনুষ্ঠানিক উদ্বোধন করেছেন। তবে নির্দিষ্ট ওই নম্বরে ফোন করে অনেকেই মুখ্যমন্ত্রীর সঙ্গে কথা বলতে পারেননি। নিজেদের অভাব-অভিযোগ জানালেও, তাঁদের কথা হয়েছে ফোনের অপর প্রান্তে থাকা অন্য কারও সঙ্গে। সেই কারণে অনেকের মনে এই কর্মসূচি নিয়ে সংশয় তৈরি হয়েছিল। বিরোধীরা বিষয়টিকে সামনে এনে গোটা কর্মসূচির কার্যকারিতা নিয়ে প্রশ্ন তুলতে শুরু করেছিলেন। এ দিন এ প্রসঙ্গে পার্থবাবু বলেন, ‘‘সকলেই মুখ্যমন্ত্রীর সঙ্গে কথা বলতে চাইছেন। এই প্রত্যাশা অস্বাভাবিক কিছু নয়। তবে প্রয়োজন বুঝে তাঁদের কথা মুখ্যমন্ত্রীকে জানানোর ব্যবস্থা রয়েছে। এ নিয়ে সংশয়ের কোনও কারণ নেই। প্রয়োজন মতো মুখ্যমন্ত্রীর দফতর পদক্ষেপ করবে।’’

এ দিন বেহালা পূর্ব কেন্দ্রে এই কর্মসূচি শুরু হয়েছে। পার্থবাবুর সঙ্গে সেখানে ছিলেন দক্ষিণ কলকাতার দলীয় সাংসদ মালা রায়। তবে এই কেন্দ্রের দলীয় বিধায়ক শোভন চট্টোপাধ্যায় অবশ্য এই কর্মসূচিতে ছিলেন না।

Advertisement

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement