Mamata Banerjee

মমতার ফোন দিলীপকে

মুখ্যমন্ত্রী দিলীপবাবুকে পরামর্শ দিয়েছেন— হাসপাতাল থেকে ছাড়া পাওয়ার পরেও চিকিৎসকদের কথা মেনে চলার জন্য।

Advertisement

নিজস্ব সংবাদদাতা

শেষ আপডেট: ২০ অক্টোবর ২০২০ ০৬:২৭
Share:

ছবি: পিটিআই।

করোনা আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি হওয়ার চার দিনের মধ্যেই আজ, মঙ্গলবার বাইক মিছিল করে বাড়ি ফেরার কথা বিজেপির রাজ্য সভাপতি দিলীপ ঘোষের। সোমবার দলের তরফে এই কর্মসূচির কথাই জানানো হয়েছে। করোনা আক্রান্ত হয়ে গত শুক্রবার রাতে সল্টলেকের একটি বেসরকারি হাসপাতালে ভর্তি হন দিলীপবাবু। সোমবার সন্ধ্যায় তাঁকে ফোন করে তাঁর খোঁজ নেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। নবান্ন সূত্রের খবর, মুখ্যমন্ত্রী দিলীপবাবুকে পরামর্শ দিয়েছেন— হাসপাতাল থেকে ছাড়া পাওয়ার পরেও চিকিৎসকদের কথা মেনে চলার জন্য। এ দিকে বিজেপি জানিয়েছে, করোনা-যোদ্ধা দিলীপবাবুকে স্বাগত জানিয়ে যে বাইক মিছিল আসবে, তাতে রাজ্য ও জেলার নেতারা যোগ দেবেন। অন্য দিকে, এ দিনই কোভিড পজিটিভ রিপোর্ট এসেছে আর এক বিজেপি নেতা অনুপম ঘোষের।

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement