Madan Mitra

Madan Mitra vs Mamata Banerjee: ১০ মিনিট দেরিতে বৈঠকে, ঢুকেই মমতার কাছে ধমক খেলেন মদন মিত্র

বৃহস্পতিবার তৃণমূলের নতুন কার্যালয়ে বৈঠক করতে এসেছিলেন মমতা। সেখানে কিছুটা হলেও দেরিতে পৌঁছান কামারহাটির বিধায়ক।

Advertisement

নিজস্ব সংবাদদাতা

কলকাতা শেষ আপডেট: ০৫ মে ২০২২ ২০:২৩
Share:

বৈঠকে মদন মিত্রকে সতর্ক করলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। ফাইল চিত্র।

দলীয় বৈঠকে ১০ মিনিট দেরিতে ঢুকছিলেন মদন মিত্র। তারপরেই তৃণমূল নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের ধমক খেলেন তিনি। বৃহস্পতিবার তৃণমূলের নতুন কার্যালয়ে বৈঠক করতে এসেছিলেন মমতা। সেখানে কিছুটা হলেও দেরিতে পৌঁছান কামারহাটির বিধায়ক। যোগ দেন দলীয় বৈঠকে।

Advertisement

দলের অভ্যন্তরের সমস্যা নিয়ে কথা বলতে বলতেই মমতা আচমকাই দাঁড়াতে বলেন মদনকে। সূত্রের খবর, মদনকে তিনি প্রশ্ন করেন, ‘‘তুমি, চেয়ারম্যান, সাংসদ সবাই এক এক দিকে! কেন?’’ জবাবে মদন জানান, তিনি আর কামারহাটির চেয়ারম্যান একই দিকে আছেন। তারপরেই মমতা আবারও প্রশ্ন করেন, ‘‘সংবাদমাধ্যমে এত কথা বলার কী আছে?’’ দলনেত্রীর এমন প্রশ্নের উত্তরে নিরুত্তরই ছিলেন প্রাক্তন পরিবহণমন্ত্রী।

প্রসঙ্গত, ২০২১ সালের বিধানসভা ভোট মিটে যাওয়ার পর থেকেই মদন নানা ইস্যুতে মুখ খুলেছেন। বাগ্‌যুদ্ধে জড়িয়ে পড়েছেন স্থানীয় সাংসদ সৌগত রায় ও কামারহাটি পুরসভার চেয়ারম্যান গোপাল সাহার সঙ্গে। বিষয়টি যে তাঁরএকেবারে নাপসন্দ তা মদনকে বুঝিয়ে দিয়েছেন মমতা।

Advertisement

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement