এ বারের সফরে পাহাড় নেই। যদিও, সোমবার মুখ্যমন্ত্রীর উত্তরবঙ্গ সফর শুরুই হল পাহাড়ের ভূজেল সম্প্রদায়ের জন্য বোর্ড গড়ার আশ্বাস দিয়ে। গত কয়েক বছরে মুখ্যমন্ত্রী যতবারই বিমানে উত্তরবঙ্গ পৌঁছেছেন, বাগডোগরা বিমানবন্দরে স্বাগত জানাতে লেপচা-তামাঙ্গ সহ পাহাড়ের বিভিন্ন জনজাতি, সম্প্রদায়ের সংগঠনের সদস্যরা ছিলেন।, প্রতিবারই কোনও না কোনও সংগঠন মুখ্যমন্ত্রীর কাছে বোর্ড চেয়ে দাবি জানিয়েছেন, আশ্বাসও পেয়েছেন। তবে এ দিন খানিকটা ব্যতিক্রমী দৃশ্যই দেখলেন উপস্থিত সকলে। লাউঞ্জ থেকে বের হয়ে বাইরে ভূজেল সংগঠনের সদস্যদের খাদা নিয়ে অপেক্ষা করতে দেখে মুখ্যমন্ত্রী নিজেই এগিয়ে যান। প্রশ্ন করেন, ‘‘আপনাদের বোর্ডটা এখনও হয়নি না?’’ তার পরেই মুখ্যমন্ত্রী বলেন, ‘‘চিন্তা করবেন না। আমি দেখছি।’’ ভূজেল সংগঠনের সাধারণ সম্পাদক কুমার খাওয়াস বলেন, ‘‘জিটিএ কোনও কাজ করছে না। তাই বোর্ড গড়ে নিজেরা কাজ করতে চাইছি।’’