দল সুদীপের পাশেই, নয়নাকে আশ্বাস মমতার

সিবিআই হেফাজতে থাকাকালীন সুদীপ বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে দেখা করতে দলের প্রথম সারির চার জন নেতাকে ভুবনেশ্বরে পাঠিয়েছিলেন মমতা বন্দ্যোপাধ্যায়। এর পর গত দু’সপ্তাহে সেখানে তেমন ভাবে দলের আর কোনও নেতাকে দেখা যায়নি।

Advertisement

নিজস্ব সংবাদদাতা

কলকাতা শেষ আপডেট: ১৭ জানুয়ারি ২০১৭ ০৩:৩৩
Share:

নবান্নে নয়না। ছবি: সুদীপ আচার্য

সিবিআই হেফাজতে থাকাকালীন সুদীপ বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে দেখা করতে দলের প্রথম সারির চার জন নেতাকে ভুবনেশ্বরে পাঠিয়েছিলেন মমতা বন্দ্যোপাধ্যায়। এর পর গত দু’সপ্তাহে সেখানে তেমন ভাবে দলের আর কোনও নেতাকে দেখা যায়নি। তা ছাড়া তাঁর ‘স্বামীর’ ব্যাপারে খোঁজ খবর নিতে দলনেত্রীও তাঁকে ফোন করেননি। ফলে কিছুটা উদ্বেগেই পড়ে গিয়েছিলেন সুদীপের স্ত্রী তথা চৌরঙ্গির বিধায়ক নয়না বন্দ্যোপাধ্যায়! কিন্তু নয়নাকে নবান্নে ডেকে সোমবার আশ্বস্ত করলেন মমতা। জানালেন, দল সুদীপের পাশেই রয়েছে।

Advertisement

মুখ্যমন্ত্রীর সঙ্গে দেখা করার পর নয়না এ দিন বলেন, ‘‘চিকিৎসকের পরামর্শ মতো ওঁর তেলমশলা ছাড়া খাবার খাওয়ার কথা। ঘড়ি ধরে ওষুধও খেতে হয় নিয়মিত। জেলে কোনওটাই মানা হচ্ছে না। ওঁর শরীর স্বাস্থ্য নিয়েই বেশি চিন্তা হচ্ছে। মমতাদিকেও সেটা জানিয়েছি।’’ নয়না জানান, দলনেত্রী তাঁকে বলেছেন,‘‘চিন্তা করিস না। মনকে শান্ত রাখ। দল সুদীপদার পাশেই থাকবে।’’

আগামী ২৫ জানুয়ারি ফের সুদীপবাবুকে আদালতে পেশ করার কথা। ওই দিন ভুবনেশ্বরে থাকবেন নয়না। তৃণমূলের তরফে আর কোনও নেতা সে দিন আদালতে যাবেন কি না তা অবশ্য এখনও স্পষ্ট নয়।

Advertisement

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement