সিঙ্গাপুর, ঢাকার পর শিল্প আনতে এ বার লন্ডনে যাচ্ছেন মমতা বন্দ্যোপাধ্যায়। সঙ্গে একটি সরকারি প্রতিনিধি দল। আগামী ২৭ জুলাই থেকে শুরু হওয়া চার দিনের সেই ব্রিটেন সফরের খুঁটিনাটি ঘোষণা করলেন এই সফরের যাবতীয় দায়িত্বপ্রাপ্ত তথা রাজ্যের অর্থ-শিল্পমন্ত্রী অমিত মিত্র। মঙ্গলবার নবান্নে সাংবাদিক বৈঠকে সবিস্তার সফরসূচির কথা জানান তিনি। যদিও মমতার ওই সফরের সময়ে ব্রিটেনের প্রধানমন্ত্রী ডেভিড ক্যামেরন নিজে থাকবেন কি না, সে বিষয়ে নিশ্চিত ভাবে কিছু জানা যায়নি।
অমিতের দেওয়া তথ্য অনুযায়ী, আগামী ২৭ জুলাই সফর শুরুর দিনেই লন্ডনে ইউনাইটেড-ইন্ডিয়া বিজনেস কাউন্সিল এবং ফিকি-র যৌথ উদ্যোগে একটি আন্তর্জাতিক সম্মেলন অনুষ্ঠিত হবে। মন্ত্রীর দাবি, সেখানে হাজির থাকবেন ব্রিটেনের প্রখ্যাত সব শিল্পপতিরা। এর পর ডিউক অব ইয়র্ক প্রিন্স অ্যান্ড্রুর আমন্ত্রণে বাকিংহাম প্যালেস যাবেন মুখ্যমন্ত্রী। সেখানে স্পিকার অব দ্য হাউস অব লর্ডস-সহ বহু বিশিষ্ট ব্যক্তিরা থাকবেন বলে জানিয়েছেন অমিতবাবু। এর পর ব্রিটেনের বিদেশ দফতরের আহ্বানে সেখানকার কর্ম-সংস্থানমন্ত্রী প্রীতি পটেলের সঙ্গে দেখা করবেন মুখ্যমন্ত্রী। দু’জনের উপস্থিতিতে একটি সমঝোতাপত্র (মউ) স্বাক্ষর হবে।
পর দিন অর্থাত্ ২৮ জুলাই ব্রিটেনের সর্বদলীয় সংসদীয় দলের বৈঠকে যোগ দেবেন মমতা। এর পর মহাত্মা গাঁধী এবং রবীন্দ্রনাথের মূর্তিতে মাল্যদান। ‘ন্যাচারাল হিস্ট্রি মিউজিয়াম’-এর সেন্ট্রাল হলে এর পর একটি সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে। বাংলার কলাকুশলীরা সেখানে অংশ নেবেন। রাজ্যকে বিশ্বের দরবারে তুলে ধরতেই এই ঐতিহাসিক প্রেক্ষাগৃহকে বেছে নেওয়া হয়েছে বলে সরকারি সূত্রের খবর। এর পর ২৯ জুলাই এশিয়া হাউসে যাবেন মুখ্যমন্ত্রী। পর দিন সফর শেষে মুখ্যমন্ত্রীর দেশে ফেরার কথা জানিয়েছেন অমিত মিত্র।