দলকে স্বচ্ছ করার ডাক দিলেন মমতা

ভোটে বিপুল সাফল্যের পর সংগঠনের সর্বস্তরকে সংহত করতে আজ মমতা বন্দ্যোপাধ্যায়ের কর্মশালা! শুরু হল নেতাজি ইন্ডোর স্টেডিয়ামে।

Advertisement

নিজস্ব প্রতিবেদন

শেষ আপডেট: ১৮ জুন ২০১৬ ১৯:১৭
Share:

ভোটে বিপুল সাফল্যের পর সংগঠনের সর্বস্তরকে সংহত করতে আজ মমতা বন্দ্যোপাধ্যায়ের কর্মশালা! শুরু হল নেতাজি ইন্ডোর স্টেডিয়ামে।

Advertisement

• ‘দিল্লির মসনদেও তৃণমূল আসবে।’

Advertisement

• ‘মানুষের সঙ্গে চললে আগামী ৫০ বছরেও তৃণমূল হারবে না।’

• ‘ছাত্র-যুবদের উত্সাহ দিতে হবে।’

• ‘মহিলাদের আরও কাজে যুক্ত করতে হবে।’

• ‘তৃণমূলের একটাই শ্রমিক ইউনিয়ন থাকবে। ভাগ করা চলবে না।’

• ‘দলের অন্তর্দ্বন্দে সংগঠন জোরদার হয়নি। তাই দল কোথাও কোথাও হেরেছে।’

• ‘বিশ্বভারতীতে কোনও গণ্ডগোল চাই না। ঠান্ডা মাথায় কাজ করতে হবে।’ অনুব্রতকে নির্দেশ মমতার।

• ‘২১ জুলাই আসছে। শহিদ দিবস পালন করুন শান্তিপূর্ণ ভাবে।’

• জনপ্রতিনিধি হওয়ার পর ফোন বন্ধ করে রাখেন অনেকে। ফোন বন্ধ করুন রাত ১১টার পর।’

• ‘গাড়ি করে না ঘুরে মানুষের সঙ্গে হাঁটুন, তাঁদের পাশে থাকুন।’

• ‘দলের সঙ্গে যাঁরা ছিল দল তাঁদের দেখবে। যাঁরা বিশ্বাসঘাতকতা করেছে তাঁদেরও ব্যবস্থা নেওয়া হবে।’

• ‘দলের থেকে বড় কেউ নয়।’

• ‘সারা বাংলায় দশটা ছোটখাটো ঝামেলা হয়েছে। সব সমস্যা মিটা যাবে।’

• জেলায় জেলায় অবজার্ভার যাঁরা হলেন তাঁদের মধ্যে রয়েছেন— পার্থ চট্টোপাধ্যায় (নদিয়া), অরূপ বিশ্বাস (দার্জিলিং), ফিরহাদ হাকিম (হাওড়া-হুগলি)

• ছাত্র সভাপতি হলে কলেজের ইউনিটগুলোর সঙ্গে যোগাযোগ রাখতে হবে।’

• ‘যে সব ছেলেমেয়েরা ভোটের সময় জীবন দিয়ে কাজ করেন, তাঁদের নামের তালিকা রাখুন। মাসে একবার করে কথা বলুন।’

• জেলাগুলিতে প্রতি মাসের শেষ শনিবার কর্মীদের সভা করার নির্দেশ দিলেন মমতা।

• প্রত্যেক মাসের প্রথম শনিবার সভা করার কথা ঘোষণা করলেন মমতা।

• ‘১৫ দিনের মধ্যে নতুন জেলা কমিটি করে সুব্রত বক্সির রাছে তালিক জমা দিন।’

• ‘আসল চোর ঠান্ডা ঘরে বসে আছে।’

• ‘ছবি তুলে মার্কেটিং হচ্ছে।’

• ‘স্টিং অপারেশনের নামে ব্ল্যাকমেলিং চলছে।’

• ‘বুদ্ধি খরচ করে আমাদের অনেক কাজ করতে হবে।’

• ‘মামলার জেরে অনেক কাজ থমকে রয়েছে।’

• ‘অন্য রাজ্যের তুলনায় এ রাজ্যে জিনিসপত্রের দাম কম।’

• ‘এক কোটি ৩০ লক্ষ রেশন কার্ড বাতিল করেছে কেন্দ্র।’

• প্রতি দিন ডিজেলের দাম বাড়ছে, মূল্যবৃদ্ধি। কী করছে কেন্দ্র সরকার?’

• এলাকায় ঘুরুন, চোখ-কান খোলা রাখুন। প্রতিনিধিদের বার্তা মমতার।

• ‘পঞ্চায়েত ভোটে ক’টা ছাপ্পা মেরেছিলেন?’

• ‘চুপ করে বসে থাকুন। মানুষ আপনাদের প্রত্যাখ্যান করেছে।’

• ‘তৃণমূলের থেকে শিক্ষা নেওয়া উচিত।’

• ‘বিধানসভা অধিবেশনের প্রথন দিনেই দক্ষযজ্ঞ করতে এসেছে বামেরা।’

• ‘যা করার আমরা করেছি। খাবার থেকে ওষুধ সব আমরাই ব্যবস্থা করেছি।’

• ‘বিজেপির একটাই সিবিআই দিয়ে ভয় দেখানো।’

• ‘রাজনীতি মানে ঝান্ডা ধরে স্লোগান নয়। মানুষের সুখ-দুঃখে পাশে থাকাই হল রাজনীতি।’

• ‘অপপ্রচার হলে পাল্টা প্রচারের ব্যবস্থা করতে হবে।’

• ‘পঞ্চায়েত নির্বাচন আসছে। জয়ের ধারা বজায় রাখতে হবে।’

• ‘কংগ্রেস কখনও সিপিএমের সঙ্গে সমঝোতা করছে, কখনও বিজেপির সঙ্গে, আবার কখনও নিজের ছায়ার সঙ্গে সমঝোতা করছে।’

• ‘মানুষের জন্য কাজ করার যোগ্যতা নেই, তাই তাদের প্রত্যাখ্যান করেছে মানুষ। কড়া ভাষায় আক্রমণ বামেদের।’

• মঞ্চ থেকে রাজনৈতিক ভাবে মোকাবিলার বার্তা কর্মীদের।

• ‘এখনও ঔদ্ধত্যের সঙ্গে কথা বলে চলেছে বিরোধীরা।’

• মমতা বলেন, সরকার গঠনের এক মাস অতিক্রান্ত। মা-মাটি-মানুষের রায়ে আমরা আপ্লুত।

• মঞ্চে উঠে উপস্থিত সকল নেতা-কর্মীদের অভিনন্দন জানালেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়।

• তৃণমূল নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ছাড়াও মঞ্চে রয়েছেন সুব্রত বক্সী, মুকুল রায়, অভিষেক বন্দ্যোপাধ্যায়, চন্দ্রিমা ভট্টাচার্য।

• কর্মশালায় রয়েছেন দলের সর্বস্তরের জনপ্রতিনিধিরা।

• আসতে শুরু করেছেন নানান স্তরের নেতা, কর্মীরা।

• শুরু হল তৃণমূলের কর্মশালা।

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement