সরকারি সাহায্যপ্রাপ্ত নয়, রাজ্যের এমন ২৩৫টি মাদ্রাসার পরিকাঠামো উন্নয়ন এবং শিক্ষকদের বেতন বৃদ্ধির দাবি উঠল। ওই দাবি পূরণে রাজ্য সরকার ইতিবাচক পদক্ষেপ না করলে আগামী ৫ অগস্ট থেকে আমরণ অনশনের কর্মসূচি নেওয়া হবে বলে জানিয়েছেন ওই মাদ্রাসাগুলির শিক্ষকরা। তাঁদের দাবিকে সমর্থন জানিয়েছেন প্রাক্তন বিচারপতি অশোক গঙ্গোপাধ্যায়, মীরাতুন নাহার প্রমুখ।