কাল থেকে স্কুলে স্কুলে দেখা যাবে মাধ্য়মিক পরীক্ষার এই ছবি। —ফাইল চিত্র
রাত পোহালেই রাজ্যে মাধ্যমিক পরীক্ষা শুরু। গত বছর হোয়াট্সঅ্যাপে মাধ্যমিকের প্রশ্নপত্র ফাঁস হয়ে যাওয়ায় অস্বস্তিতে পড়েছিল মধ্যশিক্ষা পর্ষদ। সে কথা মাথায় রেখেই এ বার বিশেষ কিছু কেন্দ্র চিহ্নিত করে সেই সমস্ত এলাকায় পরীক্ষা চলাকালীন ইন্টারনেট পরিষেবা বন্ধ রাখার সিদ্ধান্ত নিয়েছে রাজ্য। একই সঙ্গে স্কুল চত্বরে পরীক্ষার্থীদের পাশাপাশি শিক্ষক-শিক্ষাকর্মীদের মোবাইল ব্যবহারেও নিষেধাজ্ঞা জারি হয়েছে।
আগামী কাল বেলা ১২টা থেকে মাধ্যমিক পরীক্ষা শুরু। পরীক্ষা চলাকালীন বেশ কিছু জায়গায় ইন্টারনেট পরিষেবা বন্ধ থাকবে। সব মিলিয়ে সাত জেলার মোট ৪৩টি ব্লকে পরীক্ষা চলাকালীন ইন্টারনেট বন্ধ রাখা হবে বলে পর্ষদ সূত্রে খবর। পরীক্ষার্থীরা কোনও ভাবেই স্মার্ট ফোন বা ক্যালকুলেটর নিয়ে কেন্দ্রে ঢুকতে পারবে না। মঙ্গলবার সকাল সাড়ে ১০টায় বন্ধ খামে প্রশ্নপত্র পৌঁছবে পরীক্ষাকেন্দ্রগুলিতে। সকাল ১১টা ৪০ মিনিটে প্রশ্নপত্রের খাম খোলা হবে। ১১টা ৫০ মিনিটে উত্তরপত্র দেওয়া হবে পরীক্ষার্থীদের।
সোমবার এ বিষয়ে সাংবাদিক বৈঠক করেন পর্ষদ সভাপতি কল্যাণময় গঙ্গোপাধ্যায়। তিনি বলেন, “পরীক্ষা কেন্দ্রে মোবাইল ব্যবহারে কড়াকড়ি করার পাশাপাশি পর্ষদের তরফে সব রকম বন্দোবস্ত থাকবে।” তিনি আরও জানান, এ বছর ১০ লক্ষ ১৫ হাজার ৮৮৮ জন পরীক্ষা দিচ্ছে। মোট ২ হাজার ৮৩৯টি কেন্দ্রে পরীক্ষা নেওয়া হবে। কলকাতায় পরীক্ষাকেন্দ্রের সংখ্যা ১৮২টি।
গ্রাফিক: শৌভিক দেবনাথ
আরও পড়ুন: স্ত্রীর সাহায্যে তরুণীকে ধর্ষণ! বাঘা যতীনে গ্রেফতার দম্পতি
আরও পড়ুন: ব্যক্তিগত গাড়ি ভাড়া খাটছে! উল্টোডাঙায় দুর্ঘটনার কবলে পুলকার, গ্রেফতার চালক
জেলায় জেলায় পরীক্ষা কেন্দ্রের বাইরে পুলিশ মোতায়েন থাকবে। কলকাতার কেন্দ্রগুলিতে এক জন সাব ইন্সপেক্টর পদমর্যাদার আধিকারিকের নেতৃত্বে মোট চার জন পুলিশকর্মী থাকবেন। যে সমস্ত কেন্দ্রে ছাত্রীরা পরীক্ষা দেবে, সেখানে অতিরিক্ত দু’জন মহিলা পুলিশকর্মী থাকবেন বলে জানিয়েছে লালবাজার। কলকাতা পুলিশের তরফে জানানো হয়েছে, “রাস্তায় বেরিয়ে কেউ যদি অসুবিধায় পড়ে, তা হলে আমাদের দেওয়া নম্বরে ফোন করলে আমরা সাহায্য করব। এ ছাড়া যদি কেউ পরীক্ষাকেন্দ্রে পৌঁছতে গিয়ে অসুবিধায় পড়ে, তা হলে বাইকে অথবা পুলিশের গাড়িতে পৌঁছে দেওয়া হবে পরীক্ষার্থীকে।”