জেলে বসেই ভোটের তদারকি করে অসুস্থ মদন

শারীরিক অসুস্থতার কারণ দেখিয়ে আদালতে হাজির হলেন না সারদা কাণ্ডে অভিযুক্ত, রাজ্যের প্রাক্তন মন্ত্রী তৃণমূল নেতা মদন মিত্র।

Advertisement

নিজস্ব সংবাদদাতা

শেষ আপডেট: ০৫ এপ্রিল ২০১৬ ১৭:১৭
Share:

শারীরিক অসুস্থতার কারণ দেখিয়ে আদালতে হাজির হলেন না সারদা কাণ্ডে অভিযুক্ত, রাজ্যের প্রাক্তন মন্ত্রী তৃণমূল নেতা মদন মিত্র।

Advertisement

আর দিন ২০ পরে কামারহাটিতে ভোট। সেই কেন্দ্র থেকে তৃণমূলের হয়ে লড়ছেন মদনই। নির্বাচনের প্রচারের পরিকল্পনা কী হবে, কী ভাবে তাঁর দুই ছেলে প্রচার করবে সে সব জেলে বসেই দেখভাল, তদারকি করছেন মদন। সূত্রের খবর, গত কয়েক দিন সেই পরিশ্রম ও গরমে কাহিল হয়ে অসুস্থ হয়ে পড়েছেন তিনি। মঙ্গলবার আলিপুর আদালতে অতিরিক্ত মু্খ্য বিচারকের এজলাসে জেল কর্তৃপক্ষ তরফে রিপোর্ট পাঠিয়ে তৃণমূল নেতার এই অসুস্থতার কথা বলা হয়েছে। প্রাক্তন মন্ত্রীর আইনজীবী, তৃণমূল নেতা বৈশ্বানর চট্টোপাধ্যায় বলেন, ‘‘মদনদার এমনিতেই নানা ধরণের অসুস্থতা রয়েছে। তার উপরে গরমে একটু কাহিল হয়ে পড়েছেন।’’

সারদার অন্য মামলায় এ দিনই কলকাতা নগর দায়রা আদালতে বিচারক অরবিন্দ মিশ্রের এজলাসে হাজির করানো হয় কুণাল ঘোষ, সুদীপ্ত সেন ও দেবযানী মুখোপাধ্যায়কে। বিচারকের প্রশ্নের উত্তরে সুদীপ্ত জানান, জেলে প্রতিদিন শারীরিক পরীক্ষা চলছে। তিনজনকেই ১৯ এপ্রিল পর্যন্ত জেল হেফাজতে রাখার নির্দেশ দেন বিচারক। এ দিন আদালত থেকে বেরনোর পথে কুনাল সাংবাদিকদের বলেন, ‘‘তৃণমূলই জিতবে।’’

Advertisement

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement