ভিন্টেজ গাড়ি নিয়ে সমস্যাগুলির কথা উল্লেখ করে কামারহাটির তৃণমূল বিধায়ক বলেন, ‘‘আমি সরকার পক্ষকে এই বিষয়টি একটু খতিয়ে দেখতে বলব। পরিবহণ মন্ত্রীর কাছে আমি একটু সময় চাইছি। দেখা করে বলব, যাতে এককালীন একটি কর নেওয়া হয়। তা হলে, পৃথিবীর সব পুরনো গাড়িগুলি বর্তমান প্রজন্মের মানুষরাও দেখতে পান।’’
ভিনটেজ গাড়ির কর সংক্রান্ত আইন সংশোধনে পরিবহণমন্ত্রী ফিরহাদ হাকিমের সঙ্গে কথা বলবেন মদন মিত্র। ফাইল চিত্র।
ভিন্টেজ গাড়ির কর কাঠামো নিয়ে পরিবহণ মন্ত্রী ফিরহাদ হাকিমের দ্বারস্থ হবেন মদন মিত্র। সম্প্রতি অটোমোবাইল অ্যাসোসিয়েশন অব ইস্টার্ন ইন্ডিয়া-র উদ্যোগে কলকাতায় আয়োজিত হয়েছিল ভিন্টেজ গাড়ির প্রদর্শনী ও র্যালি। আয়োজকদের অন্যতম কর্তা ছিলেন প্রাক্তন পরিবহণ মন্ত্রী। তাঁকেই ভিন্টেজ গাড়ির মালিকরা কর কাঠামো নিয়ে তাঁদের সমস্যার কথা জানান। তার পরেই বিষয়টি নিয়ে পরিবহণ মন্ত্রীর দ্বারস্থ হওয়ার সিদ্ধান্ত নেন মদন।
তিনি বলেন, ‘‘বামফ্রন্ট জমানায় ভিন্টেজ গাড়ি নিয়ে একটি আইন করা হয়েছিল। সেই সিদ্ধান্ত এখনও কার্যকর রয়েছে। এই সমস্ত গাড়ির ট্যাক্স ও বিমা করা হয় না। এদের সার্টিফিকেট অব ফিটনেসও দেওয়া হয় না। যে হেতু ভিন্টেজ গাড়ির ক্ষেত্রে এই বিষয়গুলো থাকে না, তাই রাস্তায় নামলেই পুলিশ এদের ফাইন করে।’’ মদন আরও বলেন, ‘‘সে ক্ষেত্রে যত বছর কর দেওয়া হয়নি, সেই পরিমাণ কর, সঙ্গে হাজার গুণ ফাইন! এটা কারও পক্ষেই দেওয়া সম্ভব নয়। বিমা কোম্পানিগুলিও এদের বিমা করাতে চায় না।’’
ভিন্টেজ গাড়ি নিয়ে সমস্যাগুলির কথা উল্লেখ করে কামারহাটির তৃণমূল বিধায়ক বলেন, ‘‘আমি সরকার পক্ষকে এই বিষয়টি একটু খতিয়ে দেখতে বলব। পরিবহণ মন্ত্রীর কাছে আমি একটু সময় চাইছি। দেখা করে বলব, যাতে এককালীন একটি কর নেওয়া হয়। তা হলে, পৃথিবীর সব পুরনো গাড়িগুলি বর্তমান প্রজন্মের মানুষরাও দেখতে পান।’’