ট্রেন ভাড়া করে মোদীর সভায়

বিজেপির এই উদ্যোগকে নিয়ে রাজনৈতিক তরজাও শুরু হয়েছে। বিজেপিকে কটাক্ষ করে তৃণমূল এবং সিপিএম বলতে শুরু করেছে, দুর্নীতি করে পাওয়া টাকায় ট্রেন ভাড়া করা হয়েছে।

Advertisement

নিজস্ব সংবাদদাতা 

শেষ আপডেট: ০৩ এপ্রিল ২০১৯ ০০:৩৯
Share:

—ফাইল চিত্র।

প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর ব্রিগেড সভায় যাওয়ার জন্য ট্রেন ভাড়া করা হয়েছে। মঙ্গলবার রাত ১২টা নাগাদ সেই ট্রেন হাওড়ার উদ্দেশে রওনা দিচ্ছে। আজ, বুধবার ব্রিগেডে সভা করার কথা প্রধামন্ত্রীর।

Advertisement

ব্রিগেডের সভায় যাওয়ার জন্য পুরুলিয়ার রাজনৈতিক নেতা-কর্মীরা সাধারণত রেলপথকেই বেছে নেয়। তবে অনেকে গাড়ি ভাড়া করে সড়ক পথেও যান। বিজেপির ডাকা কোনও সমাবেশে কলকাতা যাওয়ার জন্য গোটা ট্রেন ভাড়া করার মতো ঘটনা পুরুলিয়ায় এই প্রথম বলেই জানাচ্ছেন দলের নেতারা।

বিজেপির এই উদ্যোগকে নিয়ে রাজনৈতিক তরজাও শুরু হয়েছে। বিজেপিকে কটাক্ষ করে তৃণমূল এবং সিপিএম বলতে শুরু করেছে, দুর্নীতি করে পাওয়া টাকায় ট্রেন ভাড়া করা হয়েছে। জেলা তৃণমূলের সহ-সভাপতি তথা জেলা পরিষদের কো-মেন্টর জয় বন্দ্যোপাধ্যায়ের তীর্যক মন্তব্য, ‘‘যারা নিজেদের চাওয়ালার দল বলে দাবি করে, তারাই আজ লক্ষাধিক টাকা খরচ করে ট্রেন ভাড়া করে বিগ্রেডে যাচ্ছে। আমাদের দলের কর্মীদের মত কষ্ট করে বিজেপি কর্মীরা বিগ্রেডে যেতে চায় না। সেই কারণে তাঁদের জন্য ট্রেন ভাড়া করতে হয়েছে।”

Advertisement

তৃণমূলকে পাল্টা কটাক্ষে বিঁধতে বিজেপির জেলা সভাপতি বিদ্যাসাগর চক্রবর্তীর মন্তব্য, ‘‘চোরের মায়ের বল গলা। ওরাই তো সারদা-নারদে দুর্নীতিতে যুক্ত। ওরাই একেকজনকে ৭০০-৮০০ টাকা দিয়ে ব্রিগেডে নিয়ে যায়।’’ তাঁর দাবি, ‘‘দলের রাজ্য নেতৃত্বই ট্রেনের ব্যবস্থা করেছে।’’ সড়ক পথে যাঁরা ব্রিগেডে যাচ্ছেন, তাঁরা গ্যাঁটের কড়ি খরচ করেই গাড়ি ভাড়া করেছেন বলে দাবি বিদ্যাসাগরের।

দিল্লি দখলের লড়াই, লোকসভা নির্বাচন ২০১৯

সিপিএমের জেলা সম্পাদক প্রদীপ রায়ের বক্তব্য, ‘‘নির্বাচনী বন্ডের ৯৬ শতাংশই বিজেপির তহবিলে গিয়েছে। দলের শীর্ষস্থানীয় নেতারা দুর্নীতিতে জড়িয়ে। দুর্নীতির টাকাতেই ট্রেন ভাড়া করছে বিজেপি। এই ধরনের ঘটনা জেলার রাজনৈতিক সংস্কতির পরিপন্থী।”

ট্রেন ভাড়া করতে কত টাকা খরচ হয়েছে তা অবশ্য পুরুলিয়ার জেলা বিজেপি নেতৃত্ব জানাননি। বিজেপি নেতা কমলাকান্ত হাঁসদা বলেন, ‘‘ট্রেন ভাড়া রাজ্য থেকে করা হয়েছে। এই বিষয়ে আমাদের কাছে বিশদে কোন খবর নেই।”

রেলসূত্রের খবর, ১৬ কামরার বিশেষ ট্রেনটি বাঁকুড়া ও মেদিনীপুর স্টেশনে থামবে। বুধবার সকাল সাড়ে ৭টা নাগাদ হাওড়া পৌঁছাবে ট্রেনটি। বুধবারই বিকেলে ট্রেনটি পুরুলিয়ার উদ্দেশে রওনা দেবে।

বিদ্যাসাগর জানান, বিশেষ ট্রেনে যাবেন পুরুলিয়া বিধানসভা এলাকার কর্মীরা। তাঁর দাবি, রাজ্য নেতৃত্ব পুরুলিয়া থেকে ৭০ হাজার কর্মীকে বিগ্রেডে নিয়ে যাওয়ার নির্দেশ দিয়েছেন।

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement