লোকসভা নির্বাচন ২০১৯

সবুজ বাংলার হাসির ছবি তৃণমূলের প্রথম মিউজিক ভিডিয়োতে, গলা মেলালেন রূপম-সোমলতা!

অসমর্থিত সূত্রের খবর, এই গানটির সুর করেছেন রূপম ইসলাম। গেয়েছেন সোমলতা আর রূপম।

Advertisement

নিজস্ব সংবাদদাতা

শেষ আপডেট: ০৪ এপ্রিল ২০১৯ ১৬:২৮
Share:

ছবি সৌজন্য: তৃণমূলের মিউজিক ভিডিয়ো।

বাড়ির উঠোনে ধানের ছড়া বেঁধে ঝোলাচ্ছেন এক গৃহবধূ। আর সেই কাজে তাঁকে সাহায্য করছেন এক মুসলিম পড়শি। পিছনে আবহমান গ্রামবাংলার চেনা প্রেক্ষাপট। কৃষিভিত্তিক বাংলার ধর্মনিরপেক্ষ উৎসব নবান্ন-র বিভিন্ন টুকরো ছবি দিয়ে এ ভাবেই নিজেদের প্রথম মিউজিক ভিডিয়ো সামনে আনল তৃণমূল। আর শুরু থেকে শেষ পর্যন্ত তা ঠাসা ধর্মনিরপেক্ষতা আর উন্নয়নের ঝকঝকে ছবিতে।

Advertisement

নিজের ফেসবুক পেজের মাধ্যমে এই ভিডিয়োটি প্রকাশ করেছেন তৃণমূলনেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় নিজেই। সঙ্গে বলেছেন, ‘আসন্ন লোকসভা নির্বাচন উপলক্ষে তৃণমূলের নতুন মিউজিক ভিডিও 'মা, মাটি, মানুষ' আপনাদের সাথে শেয়ার করলাম। আশা করি আপনাদের ভাল লাগবে।’

গ্রামবাংলার সৌন্দর্যই প্রাধান্য পেয়েছে তৃণমূলের এই মিউজিক ভিডিয়োতে। একই সঙ্গে পেশাদারি মুন্সিয়ানার সঙ্গে তুলে ধরা হয়েছে রাজ্য সরকারের বিভিন্ন সাফল্যের কথা। রাখা হয়েছে দু’টাকা কিলো দরের চাল, যুবশ্রী, রূপশ্রী, কন্যাশ্রী, শিক্ষাশ্রী, কৃষকদের আয়বৃদ্ধি, খাদ্যসাথী, স্বাস্থ্যসাথী, কৃষকবন্ধু, সবুজ সাথী প্রকল্পের কথা।

Advertisement

আরও পড়ুন: #প্রধানমন্ত্রীহিসেবদাও: ভিডিয়ো ধারাবাহিক শুরু করে সোশ্যাল মিডিয়ায় ঝড় তোলার চেষ্টায় তৃণমূল

অবশ্য শুধু গ্রাম নয়, শহরের সৌন্দর্যায়ন আর উন্নয়নও রাখা হয়েছে তৃণমূলের এই মিউজিক ভিডিয়োতে। তবে এই মিউজিক ভিডিয়ো দেখলে নজরে আসছে অন্য একটি বিষয়। সাধারণত, তৃণমূলের যে কোনও প্রচারে সামনে রাখা হয় মমতা বন্দ্যোপাধ্যায়কেই। একই ছবি দেখা যায় যে কোনও সরকারি প্রকল্পের বিজ্ঞাপনেও। কিন্তু এই মিউজিক ভিডিয়োতে সেভাবে সামনে রাখা হয়নি মমতা বন্দ্যোপাধ্যায়কে। ২ মিনিট ৩৮ সেকেন্ডের এই মিউজিক ভিডিয়োতে প্রথম দু’মিনিটে দেখা যায়নি তাঁকে। তাঁকে প্রথম দেখা যাচ্ছে ২ মিনিট দশ সেকেন্ডের মাথায়। অর্থাৎ, গোটা ভিডিয়োতে তাঁর ছবি পরিমিত ভাবে ব্যবহার করা হয়েছে। ভিডিয়োটি শেষ হচ্ছে, ‘ভরসার মরসুম-তৃণমূল জোড়া ফুল, ভরসার নেই ভুল, তৃণমূল জোড়া ফুল’— এই স্লোগানের মধ্যে দিয়ে।

আরও পড়ুন: দিল্লি দখলের লড়াই, লোকসভা নির্বাচন ২০১৯

অসমর্থিত সূত্রের খবর, এই গানটির সুর করেছেন রূপম ইসলাম। গেয়েছেন সোমলতা আর রূপম। কিন্তু গানটির কথা কে লিখেছেন, তা জানা যায়নি। অসমর্থিত সূত্র থেকেই জানা যাচ্ছে, কিছু দিনের মধ্যেই আরও বেশ কিছু ভিডিয়ো সামনে আনতে চলেছে তৃণমূল।

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement