সাগরদিঘির স্কুল মাঠে। নিজস্ব চিত্র
কর্মিসভায় হুকিং করে সরকারি বিদ্যুৎ ব্যবহারের অভিযোগ উঠল তৃণমূলের বিরুদ্ধে। কংগ্রেস ও সিপিএমের অভিযোগ, শনিবার সাগরদিঘির স্কুলমাঠের সভায় হুকিং করে মাইক ও সমস্ত পাখা চালানো হয়েছে। এ নিয়ে নির্বাচন কমিশনের কাছে অভিযোগও জানানো হয়েছে।
সাগরদিঘির বিডিও শুভজিৎ কুণ্ডু জানান, অভিযোগ পেয়ে এ দিনই জঙ্গিপুরের রিটার্নিং অফিসারকে লিখিত ভাবে সমস্ত ঘটনা জাননো হয়েছে। সাগরদিঘি থানার পুলিশ ও বিদ্যুৎ সরবরাহ দফতরকেও লিখিত ভাবে নির্দেশ দেওয়া হয়েছে এ ব্যাপারে ব্যবস্থা নিতে।
শনিবার দুপুরে সাগরদিঘি হাইস্কুল মাঠে এই দলীয় কর্মিসভায় রাজ্যের পরিবহণমন্ত্রী শুভেন্দু অধিকারী হাজির ছিলেন। নির্বাচন কমিশনের তরফে হাজির ছিলেন ‘এমসিসি’র পর্যবেক্ষকরাও।
দিল্লি দখলের লড়াই, লোকসভা নির্বাচন ২০১৯
সিপিএমের জেলা কমিটির সদস্য জ্যোতিরূপ বন্দ্যোপাধ্যায়ের অভিযোগ, “মাঠের পাশে নেতাজি মূর্তির ঠিক উপরে হুকিং করে বিদ্যুৎ টানা হয়েছে। আমরা তার ছবিও নির্বাচন কমিশনের কাছে পাঠিয়েছি।’’ সাগরদিঘি ব্লক কংগ্রেস সভাপতি অলোক চট্টোপাধ্যায় বলেন, “আমরাও ছবি তুলেছি। দলের নেতৃত্বের মাধ্যমে তা নির্বাচন কমিশনে পাঠানো হচ্ছে। বিডিওকেও ঘটনার কথা জানানো হয়েছে।”
সাগরদিঘি বিদ্যুৎ সরবরাহ দফতরের এসএই গৌরাঙ্গ দাস বলেন, “ওই সভায় বিদ্যুৎ ব্যবহারের অনুমতি নেওয়া হয়েছে কি না আমার জানা নেই। তবে আমাদের তরফে এ ভাবে দুই খুঁটির মধ্যস্থলে ঝুলন্ত তার থেকে কোথাও কোনও বিদ্যুৎ সংযোগ দেওয়া হয় না।” বিডিও শুভজিৎ কুণ্ডু বলেন, “তৃণমূল সভার অনুমতি নিয়েছে। কিন্তু সেখানে বিদ্যুৎ ব্যবহারের কথা নেই। বলা হয়েছে, ব্যাটারিতে মাইক বাজানো হবে। আমি খোঁজ নিয়ে দেখছি হুকিং করে বেআইনি ভাবে বিদ্যুৎ ব্যবহার হয়েছে কি না। তবে ছবি একটা পেয়েছি। পুলিশ ও বিদ্যুৎ দফতরকে ব্যবস্থা নিতে বলেছি।
তৃণমূলের ব্লক সভাপতি নুরজামাল শেখ এই দলীয় কর্মী সভায় সভাপতিত্ব করেন। হেলিকপ্টারে সভায় আসেন শুভেন্দু অধিকারী ও জেলা সভাপতি সুব্রত সাহা। তাঁরা অবশ্য সাংবাদিকদের সঙ্গে কথা বলেননি।
তবে নুরজামাল বলেন, “হুকিং করে কোনও বিদ্যুৎ ব্যবহার করা হয়নি। সিপিএম ও কংগ্রেসের এ সব মিথ্যে অপপ্রচার। আমরা পাখা ও মাইক সবই চালিয়েছি ব্যাটারিতে।”
কংগ্রেস ও সিপিএম নেতাদের অভিযোগ, সাগরদিঘির এই সভায় প্রায় ৫০টিরও বেশি পাখা চালানো হয়েছে। প্রায় ২০টি মাইক চলেছে। ব্যাটারিতে চলেছে বলে দেখানো হলেও নির্বাচন কমিশন তদন্ত করলেই ধরা পড়বে কী ভাবে হুকিং করে বিদ্যুৎ চুরি হয়েছে এই সভায়।