আসন্ন লোকসভা ভোটে রাজ্যের বিশেষ পুলিশ পর্যবেক্ষক পদে তাঁর নিয়োগ নিয়ে সরব হয়েছে তৃণমূল ও সিপিএম। তাঁর নিয়োগ বাতিল করতে কমিশনের কাছে দাবি জানায় তারা। যাঁকে নিয়ে এই বিতর্ক সেই কে কে শর্মা আগামিকাল, শুক্রবার রাজ্যে আসতে পারেন বলে খবর।
লোকসভা ভোটে রাজ্যে নিরাপত্তা বাহিনী মোতায়েন ও নিরাপত্তা সংক্রান্ত বিভিন্ন বিষয় দেখবেন শর্মা। সে সব বিষয় নিয়েই রাজ্য মুখ্য নির্বাচনী অফিসার (সিইও) এবং পদস্থ অফিসারদের সঙ্গে বৈঠক করবেন তিনি। রাজ্য পুলিশের শীর্ষকর্তাদের সঙ্গে আলোচনায় বসতে পারেন। জানুয়ারির শেষ লগ্নে তিন দিনের সফরে রাজ্যে এসেছিলেন মুখ্য নির্বাচন কমিশনার সুনীল অরোরার নেতৃত্বাধীন কমিশনের ফুল বেঞ্চ। তার পর থেকে কয়েক মাসে আইনশৃঙ্খলার ক্ষেত্রে কী কী পদক্ষেপ করা হয়েছে, তার বিস্তারিত রিপোর্ট জমা পড়তে পারে তাঁর কাছে। বিশেষ পুলিশ পর্যবেক্ষকের সঙ্গে বৈঠক নিয়ে ইতিমধ্যেই প্রস্তুতি শুরু করে দিয়েছেন কমিশনের দায়িত্বপ্রাপ্ত কর্তারা। বুধবার বিকেলে সিইও দফতরে আসেন এডিজি (আইনশৃঙ্খলা) সিদ্ধিনাথ গুপ্তা। সিইও আরিজ আফতাব-সহ পদস্থ কর্তাদের সঙ্গে বৈঠক হয় এডিজি (আইনশৃঙ্খলা)-র।
কে এই শর্মা?
• ১৯৮২ ব্যাচের আইপিএস অফিসার
• বিএসএফ-এর ডিরেক্টর জেনারেল ছিলেন
• স্পেশ্যাল প্রোটেকশন গ্রুপের দায়িত্ব সামলেছেন
• স্বরাষ্ট্র মন্ত্রকের অভ্যন্তরীণ নিরাপত্তা বিভাগে বিভিন্ন পদে ছিলেন
• অভ্যন্তরীণ নিরাপত্তার সচিবও হয়েছিলেন
• ক্যাবিনেট সচিবালয়ে কাজ করার অভিজ্ঞতা আছে
এর আগে গ্রেফতারি পরোয়ানা কার্যকর করা নিয়ে রাজ্য পুলিশের ভূমিকায় অসন্তোষ প্রকাশ করে কমিশন। সংশ্লিষ্ট সূত্রের দাবি, এখন প্রায় ৮০% পরোয়ানা কার্যকর করা হয়েছে। যদিও কমিশনের একাংশের মতে, বাকি ২০% গুরুত্বপূর্ণ। কারণ, এ ক্ষেত্রে যাঁদের নামে পরোয়ানা রয়েছে তাঁদের অনেকে বেশি গোলমাল পাকাতে পারেন বলে আশঙ্কা।
আরও পড়ুন: দিল্লি দখলের লড়াই, লোকসভা নির্বাচন ২০১৯