মুনমুন সেন। —ফাইল চিত্র।
পাঁচ বছর ধরে এলাকার সাংসদ ছিলেন তাঁরা। কেমন কাজ করলেন নিজের এলাকায়, সংসদে হাজিরা কেমন, কতটা অংশ নিলেন সংসদের বিতর্ক-আলোচনায়— সে সবের যদি হিসেবনিকেশ করা যায়, তা হলে কী দাঁড়ায়? সেই খতিয়ান নিয়েই নজরে সাংসদ।
এই পাঁচ বছরে কী কী কাজ হল সাংসদের তহবিল থেকে? কত টাকা মঞ্জুর হয়েছিল? রাস্তা, অ্যাম্বুল্যান্স, স্কুল-কলেজ, নিকাশি, পার্ক, বাজার— কোথায় কত টাকা খরচ হল ওই তহবিল থেকে? সাংসদকে নিয়ে খুঁটিনাটি তথ্যের পাশাপাশি জেনে নিন এ সব জরুরি কথাও।
সাংসদ নিজে কী বলছেন? আর বিরোধীরা? সব মিলিয়ে এক নজরে আপনার সাংসদের রিপোর্ট কার্ড। আজ বাঁকুড়ার সাংসদ শ্রীমতী দেববর্মা।
দিল্লি দখলের লড়াই, লোকসভা নির্বাচন ২০১৯