বসিরহাটের তৃণমূল প্রার্থী নুসরত জহান।
তিনি রূপোলি পর্দার অভিনেত্রী। কিন্তু প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী ‘চৌকিদার’কে তাঁর থেকেও বড় মাপের অভিনেতা বলে কটাক্ষ করলেন বসিরহাটের তৃণমূল প্রার্থী নুসরত জহান।
তাঁকে পাশে নিয়েই গত দু’দিন কোচবিহারের সভায় প্রধানমন্ত্রীর অভিযোগের ‘জবাব’ দিয়েছিলেন মমতা বন্দ্যোপাধ্যায়। শুক্রবার নিজের লড়াই-কেন্দ্রের জনসভায় নুসরতও প্রধানমন্ত্রীকে বিঁধে বললেন, ‘‘আমি অভিনয় করি। বিজেপি নেতারা আমার থেকে অনেক বড় অভিনেতা। গত কালের চা-ওয়ালা আজ চৌকিদার। আগামী কাল আবার হয়তো অন্য কিছু।’’
অভিনেত্রীর সভা দেখতে আসা এলাকাবাসীর কাছে বিজেপির বিরুদ্ধে সুর চড়িয়ে বললেন, ‘‘ওঁরা বাংলায় গেরুয়া জামা পরে ভোট চাইতে এসেছেন। আমরা ভাত ডাল তরকারি খাই। ওঁরা রান্না ঘরে ঢুকে কী খাব, না খাব সেটা ঠিক করে দিতে চাইছেন।’’ ধামসা-মাদলের তালে তালে আদিবাসী মহিলাদের সঙ্গে পা মেলানোর ফাঁকেই বসিরহাটে বিরোধী বিজেপি বা কংগ্রেস, সিপিএমকে ভোট না দেওয়ার আবেদন জানান অভিনেত্রী। বললেন, ‘‘বিরোধীদের ভুল কথায় বিশ্বাস করবেন না।’’