অপেক্ষা করব রসগোল্লার জন্য, মমতাকে পাল্টা মোদীর

রসগোল্লা বিতর্কে এ দিন ফের মুখ খুলেছেন মমতাও।

Advertisement

নিজস্ব সংবাদদাতা

কলকাতা শেষ আপডেট: ৩০ এপ্রিল ২০১৯ ০০:৪৬
Share:

ছবি: পিটিআই।

নরেন্দ্র মোদীকে ভোটের বদলে বালি-কাঁকড় মেশানো মাটির রসগোল্লা খাওয়াবেন বলে বারবারই কটাক্ষ করছেন মমতা বন্দ্যোপাধ্যায়। তার জবাবে সোমবার মোদী রাজ্যে জোড়া সভায় মমতাকে পাল্টা বললেন, ‘‘এ রাজ্যে রামকৃষ্ণ পরমহংস, চৈতন্যদেবের মতো বিশিষ্ট মনীষীর পায়ের ধুলো পড়েছে। সেই মাটির রসগোল্লা তো আমার কাছে প্রসাদ! আমি অপেক্ষা করব ওই রসগোল্লার জন্য।’’

Advertisement

রসগোল্লা বিতর্কে এ দিন ফের মুখ খুলেছেন মমতাও। এ দিন উপহার প্রসঙ্গে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর মন্তব্যের সমালোচনা করে স্বরূপনগরের নির্বাচনী জনসভায় মমতা বলেন, ‘‘শুধু আপনাকে নয়। মনমোহন সিংহ যখন প্রধানমন্ত্রী ছিলেন তাঁকেও উপহার পাঠিয়েছি।’’

‘সৌজন্যের’ এই উপহারের কথা প্রকাশ করে দেওয়ার কৌশল মোদীর উদ্দেশ্যপ্রণোদিত চাল বলে ফের মন্তব্য করে এ দিন মমতা আরও বলেন, ‘‘আমার উপর সিপিএম তো কত অত্যাচার করেছে। তবু অসুস্থ বুদ্ধদেব ভট্টাচার্যকে দেখতে তিন-চার বার গিয়েছি। জ্যোতি বসুর দল কী না করেছে আমার সঙ্গে! তবু তাঁর শেষ জীবনে আমি চার-পাঁচ বার দেখতে গিয়েছি। সোমনাথ চট্টোপাধ্যায়কে এক বার হারিয়েছি। তাঁকেও দেখতে গিয়েছি।’’

Advertisement

দিল্লি দখলের লড়াই, লোকসভা নির্বাচন ২০১৯

অন্য দিকে, শ্রীরামপুরের সভায় মোদীর কটাক্ষ, ‘‘৫০টা পাথরও আমার রসগোল্লায় থাকলে, সেই পাথরগুলোর আঘাত থেকে কয়েক জন মানুষের মাথা বাঁচবে। আপনি পাঠাবেন দিদি।’’

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement