ছবি: পিটিআই।
দিল্লি দখল অজুহাত মাত্র। আসলে নিজের ভাইপো অভিষেক বন্দ্যোপাধ্যায়কে পশ্চিমবঙ্গে জমিয়ে বসাতে চান মুখ্যমন্ত্রী তথা তৃণমূল নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। লোকসভা ভোটের প্রচারে ষষ্ঠ দফায় রাজ্যে এসে এই মন্তব্য করলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। যার জবাবে তৃণমূল নেতা তথা রাজ্যের মন্ত্রী ফিরহাদ হাকিম বলেন, এ রাজ্যে কে কোন আসনে বসবেন, তা ঠিক হয় জনাদেশে।
শ্রীরামপুর লোকসভা কেন্দ্রের চণ্ডীতলায় সোমবার বিজেপির নির্বাচনী জনসভায় ভিড় এবং ভিড়ের উচ্ছ্বাস দেখে আপ্লুত মোদী নাটকীয় ঢঙে বলেন, ‘‘দিদির মনে কী আছে বলব? বলব কী আছে? আসলে দিদির দিল্লির স্বপ্ন ধীরে ধীরে ম্লান হয়ে যাচ্ছে। দিল্লি বহুত দূর দিদি। দিদির দিল্লি তো বাহানা হ্যায়, ইঁহা পর ভাতিজা কো জমানা হ্যায়।’’ এর পরই মোদীর হুঁশিয়ারি, ‘‘কিন্তু পিসি-ভাইপোর এই খেলা শেষ হতে চলেছে।’’ রাজনৈতিক পর্যবেক্ষকদের একাংশের মতে, এই মন্তব্যে মোদী বোঝাতে চেয়েছেন, মমতা আসলে অভিষেককে এ রাজ্যের মুখ্যমন্ত্রীর আসনে বসাতে চান। লোকসভা ভোটের প্রচারে দিল্লি দখলের কথা বলে সেই আবহই তৈরি করছেন তৃণমূল নেত্রী। ফিরহাদ অবশ্য বলেন, ‘‘সিপিএমের মতো দেউলিয়া পরিস্থিতি যাতে না হয়, সে জন্য আমাদের দলে পরবর্তী প্রজন্ম তৈরি হচ্ছে। কিন্তু কোন আসনে কে বসবেন, তা জনগণ ঠিক করে।’’
দিল্লি দখলের লড়াই, লোকসভা নির্বাচন ২০১৯