কেন্দ্রীয় নিরাপত্তায় বিজেপির আরও নেতা

ভোটের মধ্যে আচমকাই রাজ্যের একঝাঁক বিজেপি নেতাকে নিরাপত্তা দিয়েছে কেন্দ্র।

Advertisement

নিজস্ব সংবাদদাতা

কলকাতা শেষ আপডেট: ০১ মে ২০১৯ ০২:৪৯
Share:

—ফাইল চিত্র।

বিজেপির জনৈক সিদ্ধার্থশেখর দাসকে ওয়াই ক্যাটেগরির কেন্দ্রীয় নিরাপত্তা দেওয়া হবে। তাঁর সঙ্গে থাকবেন ৫-৬ জন সশস্ত্র কম্যান্ডো। কিন্তু কে এই সিদ্ধার্থ দাস, রাজ্য বিজেপির নেতারা বুঝতে পারছেন না! প্রশ্ন, তমলুকের প্রার্থী সিদ্ধার্থ নস্কর ছাড়া ‘সিদ্ধার্থ’ নামে অন্য কেউ আছেন নাকি?

Advertisement

ভোটের মধ্যে আচমকাই রাজ্যের একঝাঁক বিজেপি নেতাকে নিরাপত্তা দিয়েছে কেন্দ্র। কয়েক জনের আবার নিরাপত্তা বাড়ানোও হয়েছে। ভোট চলাকালীন এঁদের প্রত্যেকের সঙ্গেই থাকবেন সশস্ত্র কম্যান্ডো। মে-জুন পর্যন্ত ওই নিরাপত্তা বলয়েই তাঁরা থাকবেন বলে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রক জানিয়েছে। ওই নেতাদের মধ্যে বেশিরভাগই এ বার লোকসভা ভোটে গেরুয়া বাহিনীর প্রার্থী।

ভোটের মুখে তৃণমূল থেকে বিজেপিতে যোগ দেওয়া যাদবপুরের প্রার্থী অনুপম হাজরা এবং ব্যারাকপুরের অর্জুন সিংহকে ‘ওয়াই প্লাস’ নিরাপত্তা দেওয়া হচ্ছে। এস এস অহলুওয়ালিয়া, নিশীথ প্রামাণিক, ভারতী ঘোষের মতো প্রার্থীদের পাশাপাশি ‘অচেনা’ সিদ্ধার্থকেও ওয়াই প্লাস নিরাপত্তা দেওয়া হচ্ছে। শান্তনু ঠাকুর বা খগেন মুর্মুর মতো প্রার্থীদের ‘ওয়াই’ ক্যাটেগরির নিরাপত্তা দেওয়ার কথা জানিয়েছে কেন্দ্র।

Advertisement

দিল্লি দখলের লড়াই, লোকসভা নির্বাচন ২০১৯

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement