ধর্ম নিয়ে রাজনীতি রুখবই: মমতা

মুখ্যমন্ত্রী এ দিন বলেন, বাংলার সংস্কৃতি বহু ধর্মের, বহু বর্ণের, বহু সম্প্রদায়ের। বহু ভাষাভাষির মানুষ এখানে থাকেন।

Advertisement

নিজস্ব সংবাদদাতা

কলকাতা শেষ আপডেট: ২৯ মার্চ ২০১৯ ০১:৪০
Share:

‘হোলি মিলন’ অনুষ্ঠানে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। বৃহস্পতিবার কসবার গীতাঞ্জলি স্টেডিয়ামে। —নিজস্ব চিত্র।

জীবন থাকতে বাংলাকে টুকরো হতে দেবেন না বলে ঘোষণা করলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। তাঁর বক্তব্য, ‘‘কুর্সি চাই না। তবে যত দিন বেঁচে আছি বাংলাকে টুকরো টুকরো করতে দেব না।’’

Advertisement

বৃহস্পতিবার কসবার গীতাঞ্জলি স্টেডিয়ামে ‘হোলি মিলন’ অনুষ্ঠানে যোগ দিয়েছিলেন মুখ্যমন্ত্রী। সেখানে ছিলেন বহু ধর্ম এবং সম্প্রদায়ের মানুষ। তাঁদের প্রতি মুখ্যমন্ত্রীর আশ্বাস, ‘‘সব ধর্মকে নিয়েই আমার পরিবার। যত দিন বেঁচে থাকব, এই বাংলাকে এবং দেশকে টুকরো হতে দেব না।’’ তাঁর অভিযোগ, ভোট এলেই বিজেপি মানুষকে মিথ্যে কথা বলে। ধর্মীয় ভাবাবেগকে ব্যবহার করে রাজনীতি করে। ধর্ম এবং সম্প্রদায়কে আক্রমণ করে। এর পরেই তাঁর মন্তব্য, ‘‘আমি ভোটের রাজনীতি করি না। কুর্সি চাই না। দেশকে রক্ষা করতে বাংলা জীবন দিতে প্রস্তুত।’’

মুখ্যমন্ত্রী এ দিন বলেন, বাংলার সংস্কৃতি বহু ধর্মের, বহু বর্ণের, বহু সম্প্রদায়ের। বহু ভাষাভাষির মানুষ এখানে থাকেন। যারা সেই সংস্কৃতিকে ধ্বংস করতে চাইবে, তাদের ছাড়া হবে না। মুখ্যমন্ত্রী মনে করিয়ে দেন, এ রাজ্যে সব ধর্মের অনুষ্ঠানেই তিনি নিজে উপস্থিত থাকেন। জৈন, বৌদ্ধ, মুসলিম, হিন্দু সকলের অনুষ্ঠানকেই তাঁর সরকার সমান গুরুত্ব দেয়। সে কারণে সকলের অনুষ্ঠানেই ছুটি ঘোষণা করা হয়।

Advertisement

দিল্লি দখলের লড়াই, লোকসভা নির্বাচন ২০১৯

তাঁর মন্তব্য, ‘‘আমার কাছে সকলে সমান। সকলকে সম্মান করাই আমার কাজ। কিন্তু আমি রমজানে গেলে বিজেপির এত রাগ হয় কেন?’’ মুখ্যমন্ত্রীর হুঁশিয়ারি, যারা ধর্ম নিয়ে সংকীর্ণ রাজনীতি করে, বাংলার মানুষ তাদের বর্জন করবে। জবাবে বিজেপির রাজ্য সভাপতি দিলীপ ঘোষের প্রতিক্রিয়া, ‘‘উনি বাংলার দেওয়াল লিখন পড়তে পেরেছেন। তৃণমূলই বাংলায় ধর্ম নিয়ে রাজনীতি করে। বাংলার মানুষ ওদের বর্জন করবেন।’’

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement