—ফাইল চিত্র।
প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর সঙ্গে মুখোমুখি বিতর্কে বসতে রাজি মমতা বন্দ্যোপাধ্যায়। বুধবার তিনি বলেন, ‘‘আমি রাজি। আমাকে তো পছন্দ করেন না, তাই বিরোধীদের মধ্যে পছন্দের কারও সঙ্গে বসুন।’’ মমতা বিতর্কে বসার এই প্রস্তাবকে প্রধানমন্ত্রীকে ‘চ্যালেঞ্জ’ ছোড়া হিসেবে চিহ্নিত করতে চাননি। ভিন রাজ্যে প্রচারের পরিকল্পনা সম্পর্কে মমতা এ দিন জানান, রবিবার বিশাখাপত্তনমে অন্ধ্রপ্রদেশের মুখ্যমন্ত্রী চন্দ্রবাবু নায়ডুর ডাকা জনসভায় যোগ দেবেন। এর পর অসমের ধুবুরিতে যাবেন। মমতা জানান, যে সব রাজ্যে তিনি যেতে পারবেন না, সেখানকার নেতারা চাইলে তিনি মোবাইলে বক্তৃতা দেবেন।
চন্দ্রবাবু, ফারুক আবদুল্লাদের রাজ্যে আমন্ত্রণ জানাবে তৃণমূল। এ দিনই নিজের কেন্দ্র ভবানীপুরে অহীন্দ্র মঞ্চে কর্মিসভা করেন মমতা। এই সভা দিয়েই প্রচার শুরু হল তৃণমূল নেত্রীর।