Lok Sabha Election 2019

বিদ্যাসাগর মূর্তি ভাঙার প্রতিবাদ, রাজপথে ধিক্কার মিছিলে মমতা বন্দ্যোপাধ্যায়

মিছিলে রয়েছেন বিদ্বজ্জনদের একটা বড় অংশ। দেখা গিয়েছে চিত্রশিল্পী শুভাপ্রসন্ন, কবি সুবোধ সরকার, অভিনেত্রী জুন মাল্য, পরিচালক অরিন্দম শীল-সহ বিশিষ্টজনরা। 

Advertisement
শেষ আপডেট: ১৫ মে ২০১৯ ১৮:০৩
Share:

প্রতিবাদ মিছিলে হাঁটছেন মমতা বন্দ্যোপাধ্যায়। ছবি: ফেসবুক থেকে

অমিত শাহের রোড শোয়ে তুমুল গন্ডগোল এবং বিদ্যাসাগরের মূর্তি ভাঙার প্রতিবাদে পদযাত্রায় মমতা বন্দ্যোপাধ্যায়। বেলেঘাটা থেকে শুরু হয়েছে পদযাত্রা। শেষ হবে শ্যামবাজারে।

Advertisement

নির্বাচনী প্রচার কর্মসূচি হিসেবে মমতার পদযাত্রা আগে থেকেই নির্ধারিত ছিল। কিন্তু মঙ্গলবার বিদ্যাসাগরের মূর্তি ভাঙার জেরে সেই পদযাত্রাই প্রতিবাদ মিছিলে রূপান্তরিত হয়েছে।

মিছিলে রয়েছেন বিদ্বজ্জনদের একটা বড় অংশ। দেখা গিয়েছে চিত্রশিল্পী শুভাপ্রসন্ন, কবি সুবোধ সরকার, অভিনেত্রী জুন মাল্য, পরিচালক অরিন্দম শীল-সহ বিশিষ্টজনরা।

Advertisement

লাইভ আপডেট

• মঞ্চ বাঁধা হলেও তাতে উঠলেন না মমতা

• শ্যামবাজারে এসে মিনিট দু’য়েক থেকেই চলে গেলেন মমতা

• এই মঞ্চেই বিদ্যাসাগর, নেতাজি এবং স্বামীজির তিনটি মূর্তি রাখা হয়েছে।

• শ্যামবাজারে এমজি রোড এবং বিধান সরণির সংযোগস্থলে মঞ্চ বাঁধা হয়েছে

• শ্যামবাজারের কাছাকাছি পৌঁছে গিয়েছে মমতার প্রতিবাদ মিছিল

• এই মুহূর্তে মিছিল পৌঁছেছে স্টার থিয়েটারের কাছে, আর কিছুক্ষণ পরেই বিবেকানন্দের বাড়ির সামনে পৌঁছে যাবেন মমতা বন্দ্যোপাধ্যায়

• মানিকতলায় পৌঁছল মমতার মিছিল, মমতাও হাঁটছেন রাস্তায়

• বাগমারি বাজারে পৌঁছল তৃণমূলের পদযাত্রা

• কাঁকুড়গাছি ছাড়িয়ে এগিয়ে যাচ্ছে মিছিল

• বেলেঘাটা ছাড়িয়ে কাঁকুড়গাছির কাছাকাছি পৌঁছেছে পদযাত্রা

• মূর্তি ভাঙার প্রতিবাদে স্লোগান চলছে মিছিলে

• মিছিল থেকে নরেন্দ্র মোদী -অমিত শাহ তথা বিজেপি বিরোধী স্লোগান

• রাস্তার দু’পাশে প্রচুর মানুষের ভিড়

• চারটি বিধানসভা কেন্দ্র— বেলেঘাটা, মানিকতলা, জোড়াসাঁকো, শ্যামপুকুর ছুঁয়ে যাবে এই মিছিল

• এর পর ফুলবাগান, কাঁকুড়গাছি, বিবেকানন্দের বাড়ি হয়ে শ্যামবাজারে শেষ হবে মিছিল

• মিছিল শুরু করার আগে গাঁধী মূর্তিতে মাল্যদান করে শ্রদ্ধা জানান মমতা

• বেলেঘাটা গাঁধী ময়দান থেকে শুরু হয়েছে প্রতিবাদ মিছিল

প্রতিবাদ মিছিলে শুভাপ্রসন্ন ও জয় গোস্বামী। —নিজস্ব চিত্র

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement