—ফাইল চিত্র।
দলের বিধায়কেরা যে ভোটে জিতেছিলেন, লোকসভা ভোটে তাঁদের সেই ব্যবধান বাড়াতে হবে। শুক্রবার বর্ধমানের দলীয় নেতা, বিধায়কদের সঙ্গে বৈঠকে দলের এই প্রত্যাশার কথা জানিয়ে দিলেন মমতা বন্দ্যোপাধ্যায়। আগের নির্বাচনে হাতছাড়া জেলার আসানসোল আসনটি উদ্ধারে গোষ্ঠীদ্বন্দ্ব মিটিয়ে সকলকে ঝাঁপিয়ে পড়ার নির্দেশ দিয়েছেন তৃণমূলনেত্রী।
বর্ধমান জেলার তিনটি আসনের দুটি এখন তৃণমূলের দখলে। তবে শিল্পাঞ্চল হিসাবে গুরুত্বপূর্ণ হাতছাড়া আসানসোল কেন্দ্রটি এখনও কাঁটা হয়ে রয়েছে দলের কাছে। আসানসোল হাতছাড়া হওয়ার পিছনে স্থানীয় নেতাদের গোষ্ঠীদ্বন্দ্ব কাজ করেছে বলেও স্বীকার করে নিয়েছিল তৃণমূল। সে কথা মাথায় রেখেই স্থানীয় নেতাদের দাবি সরিয়ে মুনমুন সেনকে প্রার্থী করেছেন মমতা। শুধু তাই নয়, নির্বাচনী প্রচার শুরুর পর এদিন সংশ্লিষ্ট গোষ্ঠীর নেতাদের ডেকে এই দ্বন্দ্ব নিয়ে সতর্ক করে দিয়েছেন তিনি। শুধু তাই নয়, মুনমুনের নির্বাচনী এজেন্ট হিসাবে এই গোষ্ঠীগুলির বাইরে থাকা একজনকে বেছে দিয়েছেন তৃণমূলনেত্রী নিজেই। সেই সঙ্গে জেলার তিনটি আসনেই দলীয় বিধায়কদের জয়ের ব্যবধান বাড়াতে বলা হয়েছে।
এছাড়াও নির্বাচনী বিধির কারণে যে সব জরুরি কাজে জনপ্রতিনিধি যেতে পারবেন না, সেখানে প্রশাসনিক ব্যবস্থা কার্যকর রাখতে বলা হয়েছে।