আসছেন মোদী, প্রস্তুতি শুরু বিজেপির

আগামী ১২ মে জেলায় ভোটগ্রহণ। তার এক সপ্তাহ আগে মোদীর সভার আয়োজন ঘিরে জেলা ও রাজ্য বিজেপির তরফে প্রবল তৎপরতা শুরু হয়েছে।

Advertisement

নিজস্ব সংবাদদাতা

তমলুক শেষ আপডেট: ৩০ এপ্রিল ২০১৯ ০০:৩৪
Share:

প্রধানমন্ত্রী সভার জন্য মঞ্চ বাঁধতে আনা হচ্ছে বাঁশ। নিজস্ব চিত্র

তমলুক ও কাঁথি কেন্দ্রে দলীয় প্রার্থীদের হয়ে রবিবার জেলায় জোড়া সভা করে গিয়েছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। রাজ্যের শাসকদলের সঙ্গে টক্কর দিতে ওই দুই কেন্দ্রের বিজেপির প্রার্থীর সমর্থনে আগামী ৫ মে হলদিয়ায় জনসভা করতে আসছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। দলীয় সূত্রে তেমনই খবর। হলদিয়া হেলিপ্যাড ময়দানে ওই সভার জন্য সোমবার থেকে প্রস্তুতি শুরু করেছে জেলা ও রাজ্য বিজেপি নেতৃত্ব।

Advertisement

আগামী ১২ মে জেলায় ভোটগ্রহণ। তার এক সপ্তাহ আগে মোদীর সভার আয়োজন ঘিরে জেলা ও রাজ্য বিজেপির তরফে প্রবল তৎপরতা শুরু হয়েছে। দলীয় সূত্রে জানা গিয়েছে, ৫ মে ঝাড়গ্রাম ও হলদিয়ায় জনসভা করবেন প্রধানমন্ত্রী। হলদিয়ায় সভার আয়োজন করতে রাজ্য নেতৃত্বের তরফে বিজেপি নেতারা ইতিমধ্যেই জনসভার জন্য ময়দান পরিদর্শন করে প্রশাসনিক অনুমতি নেওয়ার তোড়জোড় শুরু করেছেন। সোমবার হলদিয়ার হেলিপ্যাড ময়দান পরিদর্শনে যান রাজ্য বিজেপির সহ-সভাপতি বিশ্বপ্রিয় রায়চৌধুরী, দলের তমলুক জেলা সভাপতি প্রদীপ দাস সহ অন্যান্য নেতারা। প্রদীপবাবু বলেন, ‘‘তমলুক ও কাঁথি লোকসভা কেন্দ্রে দলের প্রার্থীদের সমর্থনে প্রধানমন্ত্রীর সভা হচ্ছে। এর জন্য সারা জেলা থেকে বিজেপি কর্মী-সমর্থকরা ও সাধারণ মানুষ যাতে জনসভায় আসতে পারেন তার প্রস্তুতি নেওয়া হচ্ছে। প্রধানমন্ত্রীর জনসভার জন্য হেলিপ্যাড ময়দান ব্যবহারের অনুমতি চেয়ে হলদিয়া বন্দর কর্তৃপক্ষের কাছে এ দিন চিঠিও দেওয়া হয়েছে। জনসভার জন্য প্রশাসনিক অনুমতি পেতেও আবেদন জানানো হবে।’’

দলীয় সূত্রে খবর, নির্বাচনী প্রচারে পূর্ব মেদিনীপুরে প্রধানমন্ত্রীর জনসভার জন্য প্রথমে হলদিয়া হেলিপ্যাড ময়দান ছাড়াও মেচেদা বাজার সংলগ্ন একটি ময়দান চিহ্নিত করা হয়েছিল। তবে হলদিয়া বন্দর সহ পূর্ব ভারতের অন্যতম গুরুত্বপূর্ণ শিল্পাঞ্চলের কথা ভেবেই হলদিয়া হেলিপ্যাড ময়দানে প্রধানমন্ত্রীর সভার স্থান চূড়ান্ত করা হয়েছে। জনসভায় তমলুক ও কাঁথি এলাকা থেকে ৩ লক্ষ লোক আনার লক্ষ্যমাত্রা নেওয়া হয়েছে।

Advertisement

দিল্লি দখলের লড়াই, লোকসভা নির্বাচন ২০১৯

উল্লেখ্য, গত বছর জুলাই মাসে পশ্চিম মেদিনীপুরে কৃষকদের জন্য চালু করা প্রকল্পের সমর্থনে একটি সভায় এসেছিলেন প্রধানমন্ত্রী। সেই সভা চলাকালীন দর্শকদের মাথার উপর ছাউনি ভেঙে জখম হন বেশ কয়েকজন। পূর্ব মেদিনীপুরে মোদীর প্রথম সফরে সভাস্থলের নিরাপত্তার পাশাপাশি জনসভার আয়োজন নিয়ে বিশেষ সতর্কতা নেওয়া হচ্ছে বলে দলীয় নেতৃত্ব জানিয়েছেন।

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement