থিম সঙ নিয়ে নতুন আর্জি নেই বিজেপির

বিজেপির থিম সঙের আগাম অনুমতি ছিল না।

Advertisement

নিজস্ব সংবাদদাতা

শেষ আপডেট: ০৩ এপ্রিল ২০১৯ ০৪:১৩
Share:

ছবি: সংগৃহীত।

বঙ্গ বিজেপির ‘থিম সঙ’-এর বাণী পুনর্বিবেচনার নির্দেশ দিয়েছিল রাজ্যের মুখ্য নির্বাচনী অফিসার (সিইও)-এর দফতর। কিন্তু দিন ছয়েক আগে সেই নির্দেশ গেলেও বিজেপি নতুন করে আর আবেদন করেনি বলে সিইও দফতর সূত্রের খবর।

Advertisement

বিজেপির থিম সঙের আগাম অনুমতি ছিল না। তা নিয়ে আসানসোলের বিজেপি প্রার্থী বাবুল সুপ্রিয়কে শো-কজ করেছিল নির্বাচন কমিশন। তার মধ্যেই অনুমোদন চেয়ে ওই থিম সঙের বাণী জমা দিয়েছিল বিজেপি। সেই বাণী খতিয়ে দেখার পরে তা পুনর্বিবেচনার জন্য বিজেপি-কে নির্দেশ দেয় সিইও দফতরের মিডিয়া সার্টিফিকেশন এবং মনিটরিং কমিটি (এমসিএমসি)।

বিজেপি সূত্রের খবর, ওই গানের বাণী বদল করতে সময় লাগবে। প্রচার তুঙ্গে। এই কাজের সময় কার্যত নেই। তাই নতুন বাণী জমা পড়েনি। অন্য একটি সূত্রের খবর, এই থিম সঙের অনেকটাই ফায়দা তোলা গিয়েছে। তাই নতুন করে আবেদন না-করলেও চলবে। অনুমোদন না-পেলে কোথাও ওই গান বাজানো হবে না বলে জানান রাজ্য বিজেপির নির্বাচন ব্যবস্থাপনা কমিটির সদস্য সঞ্জয় সিংহ।

Advertisement

দিল্লি দখলের লড়াই, লোকসভা নির্বাচন ২০১৯

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement