মমতার বিরুদ্ধে নালিশ

মুখ্যমন্ত্রীর ওই মন্তব্য নিয়ে শুক্রবার রাজ্যের মুখ্য নির্বাচনী আধিকারিকের দফতরে লিখিত অভিযোগ জমা দেন বিজেপি নেতৃত্ব।

Advertisement

নিজস্ব সংবাদদাতা

কলকাতা শেষ আপডেট: ২৭ এপ্রিল ২০১৯ ০১:০৬
Share:

—ফাইল চিত্র।

বীরভূমের ভোটে অনুব্রত মণ্ডলকে ‘চমকে, ধমকে’ লড়াই করার পরামর্শ দেওয়ার জন্য মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের বিরুদ্ধে নির্বাচন কমিশনে অভিযোগ করল বিজেপি। বৃহস্পতিবার সিউড়ির সভায় মমতা বলেছিলেন, ‘‘কেষ্ট (অনুব্রতর ডাকনাম) তোমার পিছনে ওরা (বিজেপি) লাগবে। তুমি একটু একটু চমকাবে, ধমকাবে। বাঘের বাচ্চার মতো লড়াই করবে।’’

Advertisement

মুখ্যমন্ত্রীর ওই মন্তব্য নিয়ে শুক্রবার রাজ্যের মুখ্য নির্বাচনী আধিকারিকের দফতরে লিখিত অভিযোগ জমা দেন বিজেপি নেতৃত্ব। পরে রাজ্য বিজেপির সহ সভাপতি জয়প্রকাশ মজুমদার বলেন, ‘‘নির্বাচনী প্রচারে বিধি ভেঙে নানা মন্তব্য করার জন্য কোনও নেতাকে ৪৮ ঘণ্টা, কাউকে ৭২ ঘণ্টা প্রচার বন্ধ রাখার শাস্তিমূলক নির্দেশ দিয়েছে নির্বাচন কমিশন। আমাদের রাজ্যে স্বয়ং মুখ্যমন্ত্রী তথা পুলিশমন্ত্রী আইন হাতে তুলে নেওয়ার পরামর্শ দিচ্ছেন দলের কর্মীদের! ধমকে চমকে ভোট করানোর কথা বলার জন্য মুখ্যমন্ত্রীর বিরুদ্ধেও ব্যবস্থা নেওয়া উচিত। তাঁর দৃষ্টান্তমূলক শাস্তির দাবি আমরা জানিয়েছি।’’ মুখ্য নির্বাচনী আধিকারিকের দফতর জানিয়েছে, তারা ওই অভিযোগ ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে পাঠিয়েছে।

অন্য দিকে, ডায়মন্ড হারবার লোকসভা কেন্দ্রের তৃণমূল প্রার্থী অভিষেক বন্দ্যোপাধ্যায় কমিশনের কাছে হলফনামায় নিজের শিক্ষাগত যোগ্যতার যে তথ্য দিয়েছে, তা নিয়েও প্রশ্ন তুলে অভিযোগ জমা পড়েছে কমিশনে। অভিষেকের প্রতিক্রিয়া জানার চেষ্টা হলেও, তাঁর সঙ্গে যোগাযোগ করা যায়নি।

Advertisement

দিল্লি দখলের লড়াই, লোকসভা নির্বাচন ২০১৯

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement