ছবি: পিটিআই।
এফআইআর বিতর্ক উস্কে দিয়ে ফের অতিরিক্ত মুখ্য নির্বাচনী অফিসার (এসিইও) সঞ্জয় বসুর অপসারণ দাবি করল বিজেপি। মঙ্গলবার সিইও দফতরে বিশেষ পর্যবেক্ষক, বিশেষ পুলিশ-পর্যবেক্ষক এবং সিইও আরিজ আফতাবের সঙ্গে দেখা করেন কৈলাস বিজয়বর্গীয়, বাবুল সুপ্রিয় এবং মুকুল রায়-সহ বিজেপি প্রতিনিধিরা।
বিজেপির অভিযোগ, অতীতে আসানসোলে তাদের প্রার্থী বাবুল সুপ্রিয়ের বিরুদ্ধে এফআইআর করা হয়েছে বলে সিইও দফতর থেকে জানানো হয়েছিল। অথচ তাঁর বিরুদ্ধে কোনওই এফআইআর করেনি নির্বাচন কমিশন। ‘অসত্য’ বার্তা ছড়িয়ে বাবুলের সামাজিক সম্মানে আঘাত করা হয়েছে। মুকুল বলেন, “প্রতিষ্ঠানের উপরে উঠে কাজ করছেন কেউ কেউ। অতিরিক্ত সিইও মমতা বন্দ্যোপাধ্যায়ের নির্দেশে এই কাজ করেছেন। কমিশন ওই অফিসারকে আড়াল করছে। দৃষ্টান্তমূলক পদক্ষেপ করতে হবে তাঁর বিরুদ্ধে।” অতিরিক্ত সিইও কোনও মন্তব্য করতে চাননি।
সোমবারের ভোটে আসানসোল কেন্দ্রের পাণ্ডবেশ্বর ও বারাবনিতে কারচুপির অভিযোগ করে উপযুক্ত পদক্ষেপ দাবি করেছে বিজেপি। তাদের অভিযোগ, ওখানে কারচুপি করেছে শাসক দল। পরে সিইও-র সঙ্গে দেখা করে উত্তর কলকাতার বিজেপি প্রার্থী রাহুল সিংহ অভিযোগ করেন, প্রচারে বাধা দিচ্ছে তৃণমূল। কিছু থানা তাঁদের সঙ্গে অসহযোগিতা করছে। প্রতিকার চেয়েছে বিজেপি।
দিল্লি দখলের লড়াই, লোকসভা নির্বাচন ২০১৯
৬ মে পঞ্চম দফার ভোটের জন্য প্রচারের শেষ দিন ৪ মে। কিন্তু ওই লোকসভা কেন্দ্রের অন্তর্গত ভাটপাড়া বিধানসভা কেন্দ্রের উপনির্বাচন হবে ১৯ মে। তা হলে তার বিধানসভা উপনির্বাচনের প্রচার করা যাবে কি না, তার ব্যাখ্যা চেয়ে কমিশনকে চিঠি লিখেছে সিইও দফতর।