‘বিধিভঙ্গ’ প্রচারে, অভিযুক্ত তৃণমূল 

এ বিষয়ে রবিবার জেলা শাসকের কাছে নির্বাচনী বিধিভঙ্গের অভিযোগ জানিয়েছে সিপিএম।

Advertisement

নিজস্ব সংবাদদাতা 

শেষ আপডেট: ০১ এপ্রিল ২০১৯ ০১:২৮
Share:

প্রতীকী ছবি।

সরকারি স্টিকার লাগানো হুডখোলা জিপে চড়ে তৃণমূল প্রার্থী রূপালী বিশ্বাসের ভোট প্রচারের অভিযোগে অস্বস্তিতে পড়ল তৃণমূল। শনিবার বিকেলে চাকদহ ব্লকের চান্দুরিয়া ১ নম্বর গ্রাম পঞ্চায়েত এলাকায় রূপালী যে জিপে চড়ে প্রচার করেছিলেন, তার নীচের দিকে লেখা ছিল, ‘অফিস অব দ্য সাব-ডিভিশনাল অফিসার’। গাড়িটি আটক করা হয়েছে।

Advertisement

এ বিষয়ে রবিবার জেলা শাসকের কাছে নির্বাচনী বিধিভঙ্গের অভিযোগ জানিয়েছে সিপিএম। দলের জেলা সম্পাদক সুমিত দে বলেন, ‘‘এটা গর্হিত অপরাধ। অবশ্যই নির্বাচনী বিধিভঙ্গ হয়েছে।’’ বিজেপির নদিয়া দক্ষিণ জেলার সভাপতি জগন্নাথ সরকার বলেন, ‘‘তৃণমূল সব সময় সরকারের জিনিস দলের প্রয়োজনে ব্যবহার করে থাকে। ওদের কাছে এটা স্বাভাবিক বিষয়।’’

গাড়িতে যাঁর দফতরের স্টিকার লাগানো, সেই কল্যাণীর মহকুমা শাসক ইউনিস রিসিন ইসমাইল বলেন, ‘‘এটি একটি ব্যক্তিগত গাড়ি। একটা অনুষ্ঠানের জন্য গাড়িটি ভাড়া নেওয়া হয়েছিল। সেই সময় ওই স্টিকার লাগানো হয়েছিল। পরে সেটা আর খোলা হয়নি।’’ গাড়ির মালিক বিক্রম সাহা জানান, গাড়িটি তিনি ভাড়া দেন। মহকুমা শাসকের দফতর থেকে গাড়ি ফেরত এলেও তিনি সরকারি স্টিকার তুলতে ভুলে যান। তিনি বলেন, ‘‘আমার ভুলের জন্য ওই ঘটনা ঘটে গেল। গাড়িটা ঢাকা দিয়ে রাখা ছিল। এ দিন তড়িঘড়ি সেটা বার করে প্রচারের কাজে পাঠানো হয়েছিল। সেই সময় ওই স্টিকারটি খুলতে ভুলে যাই। এছাড়া এর পিছনে অন্য কোনও বিষয় নেই।”

Advertisement

দিল্লি দখলের লড়াই, লোকসভা নির্বাচন ২০১৯

জেলা শাসক সুমিত গুপ্ত অবশ্য জানিয়েছে, গাড়ির মালিকের অনিচ্ছাকৃত ভুলের জন্য এই ঘটনা ঘটায় এতে নির্বাচনী বিধিভঙ্গ হয়নি। জেলা শাসক বলেন, ‘‘গাড়ির মালিকের ভুলেই এই ঘটনা ঘটেছে। মালিক ক্ষমা চেয়ে নিয়েছেন।’’

স্থানীয় সূত্রে জানা গিয়েছে, ওই দিন বিকেলে রানাঘাট লোকসভা কেন্দ্রের চাকদহ বিধানসভার চান্দুরিয়া ১ নম্বর অঞ্চল তৃণমূলের পক্ষ থেকে এলাকায় দলীয় প্রার্থীর হয়ে প্রচার করা হয়। শিমুরালি উপেন্দ্র বিদ্যাভবন বালক বিদ্যালয়ের কাছ থেকে প্রচার শুরু হয়। গাড়িতে প্রার্থী রুপালী ছাড়াও অন্যরা ছিলেন। সেই গাড়ি ওই অঞ্চলের বিভিন্ন এলাকায় ঘুরেছে।

চান্দুরিয়া ১ নম্বর অঞ্চল তৃণমূলের সভাপতি ও জেলা পরিষদের সদস্য তীব্রজ্যোতি দাস বলেন, “ওই গাড়িতে এ ধরনের স্টিকার রয়েছে, তা দেখতে পাইনি। যে কারণে ওই ঘটনা ঘটেছে।”

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement