HS Result

WB HS Result 2022 Live: ৫০০-তে ৪৯৮ পেয়ে উচ্চ মাধ্যমিকে প্রথম দিনহাটার অদিশা দেবশর্মা, মেদিনীপুরের সায়নদীপ সামন্ত দ্বিতীয়

অদিশা দেবশর্মা কোচবিহারের দিনহাটা সোনিদেবী জৈন হাইস্কুলের ছাত্রী। সায়নদীপ সামন্ত পশ্চিম মেদিনীপুরের জলচক নটেশ্বরী নেতাজি বিদ্যায়াতনের ছাত্র।

Advertisement

নিজস্ব সংবাদদাতা

শেষ আপডেট: ১০ জুন ২০২২ ১১:০১
Share:

অদিশা দেবশর্মা ও সায়নদীপ সামন্ত। নিজস্ব চিত্র।

শুধু মূল বিষয়গুলি
শেষ আপডেট: ১০ জুন ২০২২ ১১:৪৪ key status

পাশের হারে যে জেলাগুলি প্রথমে

পাশের হারে এগিয়ে সাত জেলা,পাশ করেছেন ৯০ শতাংশ পরীক্ষার্থী। পূর্ব মেদিনীপুর,পশ্চিম মেদিনীপুর, ঝাড়গ্রাম, পুরুলিয়া, কালিম্পং এবং বাঁকুড়া রয়েছে প্রথম সাতে।

শেষ আপডেট: ১০ জুন ২০২২ ১১:২৮ key status

রেকর্ড গড়ে প্রথম দশে ২৭২ জন

উচ্চ মাধ্যমিকে প্রথম দশে এবার ২৭২ জন! তাদের মধ্যে ছাত্রের সংখ্যা ১৪৪ জন। ১২৮ জন ছাত্রী। প্রথম হওয়া অদিশা দেবশর্মা কোচবিহারের দিনহাটা দেবী জৈন হাইস্কুলের ছাত্রী। দ্বিতীয় স্থানাধিকারী সায়নদীপ সামন্ত পশ্চিম মেদিনীপুরের জলচক নটেশ্বরী উচ্চ বিদ্যালয়ের ছাত্র।

Advertisement
শেষ আপডেট: ১০ জুন ২০২২ ১১:২৩ key status

উচ্চ মাধ্যমিকে প্রথম অদিশা দেবশর্মা, দ্বিতীয় সায়নদ্বীপ সামন্ত

উচ্চ মাধ্যমিকে প্রথম হয়েছেন কোচবিহারের দিনহাটার ছাত্রী অদিশা দেবশর্মা। দ্বিতীয় হয়েছেন পশ্চিম মেদিনীপুরের সায়নদীপ সামন্ত। অদিশার প্রাপ্ত নম্বর ৪৯৮। সায়নদীপ পেয়েছেন ৪৯৭। তৃতীয় হয়েছেন চার জন। রোহিন সেন, সোহন দাস, অভীক দাস এবং পরিচয় পারি। এঁদের প্রাপ্ত নম্বর ৪৯৬।

শেষ আপডেট: ১০ জুন ২০২২ ১১:১৬ key status

পাশের হারে প্রথম পূর্ব মেদিনীপুর

সাত জেলায় পাশের হার সবচেয়ে বেশি। পূর্ব মেদিনীপুর, পশ্চিম মেদিনীপুর, ঝাড়গ্রাম, দক্ষিণ ২৪ পরগনা, পুরুলিয়া, কালিম্পং এবং বাঁকুড়া রয়েছে প্রথম সাতে।

Advertising
Advertising
শেষ আপডেট: ১০ জুন ২০২২ ১১:১৪ key status

উচ্চ মাধ্যমিকে পাশের হার ৮৮.৪৪ শতাংশ

এ বার উচ্চ মাধ্যমিকে পাশের হার ৮৮.৪৪ শতাংশ। ছেলেদের পাশের হার ৮০ শতাংশ। মেয়েদের পাশের হার ৮৬.৫৮ শতাংশ। 

শেষ আপডেট: ১০ জুন ২০২২ ১১:১১ key status

এ বার ছাত্রের তুলনায় ছাত্রীর সংখ্যা বেশি

এ বার পরীক্ষার্থীদের মধ্যে ছাত্রীদের সংখ্যা তুলনামূলক বেশি। ছাত্রদের তুলনায় ৬৫,৪৬৮ জন বেশি ছাত্রী।

শেষ আপডেট: ১০ জুন ২০২২ ১১:০৭ key status

প্রশ্নপত্র নিয়ে এ বার কোনও অভিযোগ মেলেনি

প্রশ্নপত্র নিয়ে কোনও অভিযোগ আসেনি বলে দাবি পর্ষদের। এ বছর অনেক তাড়াতাড়ি ফলপ্রকাশ করা হচ্ছে। এ বারই প্রথম ‘হোম সেন্টার’-এ উচ্চমাধ্যমিক পরীক্ষা দিলেন পরীক্ষার্থীরা। ২ এপ্রিল শুরু হয়েছিল পরীক্ষা। পরীক্ষা শেষ হয় ২৭ এপ্রিল।

শেষ আপডেট: ১০ জুন ২০২২ ১১:০২ key status

পরীক্ষার ৪৪ দিনের মাথায় উচ্চ মাধ্যমিকের ফলপ্রকাশ

প্রকাশ হল উচ্চমাধ্যমিকের ফলাফল। ১০ দিন পর মিলবে মার্কশিট। আগামী ২০ জুন মার্কশিট হাতে পাবেন পরীক্ষার্থীরা

শেষ আপডেট: ১০ জুন ২০২২ ০২:০৭ key status

পরীক্ষা শেষ হওয়ার ৪৪ দিনের মাথায় প্রকাশিত হল ফল

এই বছর ২ এপ্রিল শুরু হয়েছিল উচ্চ মাধ্যমিক। শেষ হয়েছিল ২৭ এপ্রিল। পরীক্ষা শেষ হওয়ার ৪৪ দিনের মাথায় অবশেষে ফলপ্রকাশ হচ্ছে উচ্চমাধ্যমিকের। পর্ষদের ওয়েবসাইট https://wbchse.nic.in/ -এ দেখা যাবে পরীক্ষার্থীদের ফল। এ ছাড়া আনন্দবাজার অনলাইনে ফল দেখতে এখানে ক্লিক করুন

শেষ আপডেট: ১০ জুন ২০২২ ০২:০৪ key status

এই বছর মোট পরীক্ষার্থীর সংখ্যা ছিল ৭ লক্ষ ৪৫ হাজার ৬৬।

এই বছর মোট পরীক্ষার্থীর সংখ্যা ছিল ৭ লক্ষ ৪৫ হাজার ৬৬। এর মধ্যে ছাত্র রয়েছে ৩ লক্ষ ৩৭ হাজার ২৮ জন। ছাত্রীর সংখ্যা ৪ লক্ষ ৮ হাজার ৩৮ জন। বিগত দু’বছর পর এই বছর নিয়ম মেনে অফলাইন মোডেই নেওয়া হয়েছিল পরীক্ষা। প্রতিটি পরীক্ষা কেন্দ্রে মানা হয়েছিল সুরক্ষাবিধি।

শেষ আপডেট: ১০ জুন ২০২২ ০২:০৩ key status

বিদ্যালয় থেকে মার্কশিট ও সার্টিফিকেট সংগ্রহ করতে হবে শিক্ষার্থীদের

ফল প্রকাশের পরে সংশ্লিষ্ট বিদ্যালয় থেকে মার্কশিট ও সার্টিফিকেট সংগ্রহ করতে হবে শিক্ষার্থীদের। যে শিক্ষার্থীদের রেজাল্টে সমস্যা থাকবে, তাদের ক্ষেত্রে নির্দিষ্ট প্রোটোকল মেনে, সব দিক পর্যালোচনা করে উচ্চ শিক্ষা সংসদে যোগাযোগ করতে হবে।

(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)
Follow us on:
আরও পড়ুন
Advertisement