Junior Doctors' Movement

জুনিয়র ডাক্তারদের সমর্থনে প্রতিবাদ বেসরকারি হাসপাতালগুলিতেও, কোথাও আংশিক কর্মবিরতি, কোথাও অনশন

জুনিয়র ডাক্তারদের আন্দোলনের সমর্থনে সোমবার বেসরকারি হাসপাতালের চিকিৎসকেরা আংশিক কর্মবিরতি ঘোষণা করেছেন। সকাল ৬টা থেকে শুরু হয়েছে এই কর্মসূচি। চলবে বুধবার সকাল ৬টা পর্যন্ত।

Advertisement

আনন্দবাজার অনলাইন সংবাদদাতা

শেষ আপডেট: ১৪ অক্টোবর ২০২৪ ০৮:০৮
Share:

ধর্মতলায় জুনিয়র ডাক্তারদের অনশনমঞ্চের সামনের দৃশ্য। সংহতির বার্তা নিয়ে রয়েছেন সাধারণ মানুষও। — ফাইল চিত্র।

শুধু মূল বিষয়গুলি
শেষ আপডেট: ১৪ অক্টোবর ২০২৪ ১৬:৪২ key status

অসুস্থ উত্তরবঙ্গে ‘আমরণ অনশন’-এ থাকা জুনিয়র ডাক্তার সৌভিক

উত্তরবঙ্গে ‘আমরণ অনশন’-এ বসে থাকা জুনিয়র ডাক্তার সৌভিক বন্দ্যোপাধ্যায়ও অসুস্থ হয়ে পড়েন সোমবার দুপুরে। তাঁকে হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছে। হাসপাতাল সূত্রে খবর, তাঁর রক্তচাপ ওঠানামা করছিল। যদিও শেষ পর্যন্ত হাসপাতালে ভর্তি হতে হয়নি তাঁকে। স্বাস্থ্যপরীক্ষার পর তাঁকে আবার শিলিগুড়ির অনশনমঞ্চেই নিয়ে যাওয়া হয়।

শেষ আপডেট: ১৪ অক্টোবর ২০২৪ ১৬:৩৯ key status

চিকিৎসক সংগঠনগুলির সঙ্গে বৈঠক মুখ্যসচিবের

বিভিন্ন চিকিৎসক সংগঠনগুলিকে নিয়ে সোমবার দুপুরে বৈঠক ডেকেছিলেন মুখ্যসচিব মনোজ পন্থ। তবে বৈঠক শেষে হতাশ চিকিৎসকেরা। তাঁরা জানান, জুনিয়র ডাক্তারদের ১০ দফা দাবি পূরণের বিষয়ে কোনও লিখিত প্রতিশ্রুতি দেয়নি সরকার। তাই সরকার স্বাভাবিক পরিস্থিতি ফেরানোর আর্জি জানালেও তা সম্ভব নয়। যদিও মুখ্যসচিব বৈঠকের পরে জানিয়েছেন, জুনিয়র ডাক্তারদের ১০টি দাবির মধ্যে সাতটি ইতিমধ্যেই মানা হয়েছে। তিনি আরও জানান, অপর তিনটি দাবি নিয়ে সরকারের কাছে সময়সীমা চাওয়া হয়েছিল। কিন্তু এগুলির বিষয়ে সময়সীমা দেওয়া সম্ভব নয় বলেই জানান পন্থ।

Advertisement
শেষ আপডেট: ১৪ অক্টোবর ২০২৪ ১৬:০৮ key status

ইনস্টিটিউট অফ নিউরোসায়েন্সের ডাক্তারেরাও প্রতিবাদে শামিল

জুনিয়র ডাক্তারদের আন্দোলনে সমর্থন জানিয়ে ইনস্টিটিউট অফ নিউরোসায়েন্সের  ডাক্তারেরাও সোমবার প্রতীকী অনশনের সিদ্ধান্ত নিয়েছেন।

সোমবার ইনস্টিটিউট অফ নিউরোসায়েন্সের ডাক্তারেরা প্রতীকী অনশনে। —নিজস্ব চিত্র।

শেষ আপডেট: ১৪ অক্টোবর ২০২৪ ১৬:০৩ key status

আংশিক কর্মবিরতি মনিপাল হাসপাতালের ডাক্তারদের

আরজি কর-কাণ্ডের প্রতিবাদে জুনিয়র ডাক্তারদের আন্দোলেনর পাশে দাঁড়িয়েছেন মনিপাল হাসপাতালের চিকিৎসকেরাও। সোমবার থেকে আংশিক কর্মবিরতির সিদ্ধান্তের কথা ঘোষণা করেছিলেন সেখানকার ডাক্তারেরা।

মনিপাল হাসপাতালের বাইরে ডাক্তারেরা। —নিজস্ব চিত্র।

Advertising
Advertising
শেষ আপডেট: ১৪ অক্টোবর ২০২৪ ১৪:২৭ key status

মেডিকায় ১২ ঘণ্টার অনশন ডাক্তারদের

জুনিয়র ডাক্তারদের আন্দোলনের প্রতি সংহতি জানিয়ে সোমবার একাধিক বেসরকারি হাসপাতালের চিকিৎসকেরা আংশিক কর্মবিরতি ঘোষণা করেছেন। মেডিকা সুপারস্পেশালিটি হাসপাতালে ১২ ঘণ্টা অনশনের সিদ্ধান্ত নিয়েছেন জুনিয়র ডাক্তারেরা।

সোমবার মেডিকা সুপারস্পেশালিটি হাসপাতালে ১২ ঘণ্টার অনশনে ডাক্তারেরা। —নিজস্ব চিত্র।

শেষ আপডেট: ১৪ অক্টোবর ২০২৪ ১৩:২৪ key status

উত্তরবঙ্গে ‘আমরণ অনশন’-এ আরও এক জুনিয়র ডাক্তার

সোমবার থেকে শিলিগুড়িতে ‘আমরণ অনশন’-এ বসেছেন জুনিয়র ডাক্তার সন্দীপ মণ্ডল। তিনি উত্তরবঙ্গ মেডিক্যালের নাক-কান-গলা বিভাগের পিজিটির দ্বিতীয় বর্ষের ছাত্র। সোমবার সকাল থেকে সন্দীপ অনশনে বসায় এই মুহূর্তে কলকাতা ও শিলিগুড়ি মিলিয়ে অনশনরত জুনিয়র ডাক্তারের সংখ্যা বৃদ্ধি পেয়ে হল আট জন।

গ্রাফিক: আনন্দবাজার অনলাইন।

শেষ আপডেট: ১৪ অক্টোবর ২০২৪ ১২:১৭ key status

অসুস্থ তনয়া, এখনও রয়েছেন অনশনেই

সোমবার ধর্মতলায় জুনিয়র ডাক্তারদের অনশনের দশম দিন। এ দিন দুপুরে অনশনমঞ্চে অসুস্থ হয়ে পড়েছেন তনয়া পাঁজা। ৫ অক্টোবর থেকেই অনশনে রয়েছেন তিনি। অনশনে থাকতে থাকতে শরীর দুর্বল হয়ে পড়েছে। মাঝে মাঝেই মাথা ঘুরছে তাঁর। তবে এখনও অনশনেই বসে রয়েছেন তিনি। ছাড়েননি অনশনমঞ্চ।

শেষ আপডেট: ১৪ অক্টোবর ২০২৪ ০৯:৩৩ key status

এখনও পর্যন্ত অনশনরত চার জুনিয়র ডাক্তার অসুস্থ হয়ে হাসপাতালে

৫ অক্টোবর রাত সাড়ে আটটা থেকে শুরু হয়েছে জুনিয়র  ডাক্তারদের আমরণ অনশন কর্মসূচি। প্রথমে ছ’জন জুনিয়র ডাক্তার শুরু করেছিলেন। পরে ধাপে ধাপে আরও জুনিয়র ডাক্তার যোগ দেন অনশনে। তাঁদের মধ্যে এখনও পর্যন্ত চার জন অসুস্থ হয়ে হাসপাতালে চিকিৎসাধীন। 

গ্রাফিক: আনন্দবাজার অনলাইন।

শেষ আপডেট: ১৪ অক্টোবর ২০২৪ ০৯:১৪ key status

মুখ্যমন্ত্রীর প্রতিক্রিয়ার অপেক্ষায় জুনিয়র ডাক্তারেরা

রবিবার রাতেই সাংবাদিকদের মুখোমুখি হয়ে মুখ্যমন্ত্রীর ‘নীরবতা’ নিয়ে প্রশ্ন তুলেছেন জুনিয়র ডাক্তারেরা। তাঁরা বলেছেন, ‘‘মুখ্যমন্ত্রী কেন চুপ? আমরা তাঁর প্রতিক্রিয়া জানতে চাই।” আন্দোলনকারীরা আরও বলেছেন, “এত দিন হয়ে গেল, মুখ্যমন্ত্রীর মুখ থেকে কোনও কথা শুনতে পাচ্ছি না। আমরা শুনতে পাচ্ছি মুখ্যসচিবের থেকে একটা মেল, কোনও একটা কুণাল ঘোষ, কোনও ছুটকো-ছাটকার বিরূপ প্রতিক্রিয়া।’’ 

শেষ আপডেট: ১৪ অক্টোবর ২০২৪ ০৯:১০ key status

অনশনের ২০০ ঘণ্টা পার!

সোমবার সকালে জুনিয়র ডাক্তারদের অনশনমঞ্চের সামনে থেকে সরাসরি। 

শেষ আপডেট: ১৪ অক্টোবর ২০২৪ ০৮:২৬ key status

নজরে স্বাস্থ্যভবনের বৈঠক

 ইন্ডিয়ান মেডিক্যাল অ্যাসোসিয়েশন (আইএমএ)-সহ সব চিকিৎসক সংগঠনকে সোমবার বৈঠকের জন্য ডেকেছেন মুখ্যসচিব মনোজ পন্থ। দুপুর সাড়ে ১২টার সময় স্বাস্থ্যভবনে ওই বৈঠক হওয়ার কথা রয়েছে। জুনিয়র ডাক্তারদের দাবি, ওয়েস্ট বেঙ্গল জুনিয়র ডক্টর্‌স’ ফ্রন্টকে ওই বৈঠকের জন্য ডাকা হয়নি। কোন কোন চিকিৎসক সংগঠনের প্রতিনিধিরা সোমবারের বৈঠকে যোগ দেবেন তা এখনও স্পষ্ট নয়। তবে জুনিয়র ডাক্তারদের আশা, চিকিৎসক সংগঠনগুলি যে ভাবে শুরু থেকে আন্দোলনের পাশে থেকেছে, আগামী দিনেও সেই ভাবেই পাশে থাকবে।

শেষ আপডেট: ১৪ অক্টোবর ২০২৪ ০৮:০৬ key status

কেমন আছেন পুলস্ত্য?

পুলস্ত্যর অসুস্থতা প্রসঙ্গে  রবিবার রাতে এনআরএসের মেডিসিন বিভাগের বিভাগীয় প্রধান জয়দীপ দেব বলেছেন, “সময় মতো তাঁকে হাসপাতালে ভর্তি করানো হলেও এখনও পরিস্থিতি সঙ্কটমুক্ত নয়। সোডিয়াম, পটাশিয়াম পরীক্ষা করা হয়েছে। রিপোর্টে দেখা গিয়েছে তাঁর শরীরে সোডিয়াম, পটাশিয়াম এবং অ্যাসিড বেসের মাত্রার পরিবর্তন হওয়ার ফলে তাঁর শারীরিক অবস্থার অবনতি হয়। দীর্ঘ সময় না খাওয়ার জন্য মূলত এই সমস্যাগুলি হয়েছে। তাঁর এখন চিকিৎসা চলছে। আরও নানা রকমের পরীক্ষানিরীক্ষা করা হবে। শরীরে জলশূন্যতা রয়েছে। তাঁকে স্যালাইন দেওয়া হচ্ছে। তাঁর অবস্থা এখন স্থিতিশীল হলেও বিপদ কাটেনি।”

শেষ আপডেট: ১৪ অক্টোবর ২০২৪ ০৮:০৩ key status

হাসপাতালে ভর্তি পুলস্ত্য

 জুনিয়র ডাক্তারদের আমরণ অনশনের সোমবার দশম দিনে পড়েছে। একাধিক জুনিয়র ডাক্তার অসুস্থ হয়ে পড়েছেন। রবিবার রাতে অনশনমঞ্চেই অসুস্থ হয়ে পড়েন জুনিয়র ডাক্তার পুলস্ত্য আচার্য। রাতে অনশনমঞ্চ থেকে অ্যাম্বুল্যান্সে করে নীলরতন সরকার মেডিক্যাল কলেজে (এনআরএস) নিয়ে যাওয়া হয় পুলস্ত্যকে। আপাতত সেখানেই চিকিৎসাধীন রয়েছেন তিনি। পুলস্ত্যের চিকিৎসার জন্য পাঁচ সদস্যের মেডিক্যাল বোর্ড গঠন করা হয়েছে।

শেষ আপডেট: ১৪ অক্টোবর ২০২৪ ০৮:০০ key status

রাজভবন অভিযান জুনিয়র ডাক্তারদের

সিবিআইয়ের তদন্ত প্রক্রিয়া নিয়ে গত কয়েক দিন ধরেই প্রশ্ন তুলতে শুরু করেছেন জুনিয়র ডাক্তারেরা। সোমবার এই নিয়ে রাজ্যপালের দ্বারস্থ হতে চলেছেন জুনিয়র ডাক্তারেরা। সোমবার দুপুরে রাজভবন অভিযানের ডাক দিয়েছেন তাঁরা। ধর্মতলার অনশনমঞ্চের সামনেই শুরু হবে জমায়েত। 

শেষ আপডেট: ১৪ অক্টোবর ২০২৪ ০৭:৫৮ key status

বেসরকারি হাসপাতালে আংশিক কর্মবিরতি

জুনিয়র ডাক্তারদের আন্দোলনের প্রতি সংহতি জানিয়ে সোমবার বেসরকারি হাসপাতালের চিকিৎসকেরা আংশিক কর্মবিরতি ঘোষণা করেছেন। সোমবার সকাল ৬টা থেকে শুরু হয়েছে এই কর্মসূচি। চলবে বুধবার সকাল ৬টা পর্যন্ত। ৪৮ ঘণ্টা আংশিক কর্মবিরতির কারণে বেসরকারি হাসপাতালগুলির জরুরি বিভাগ ছাড়া সব পরিষেবা বন্ধ থাকবে বলে জানিয়েছেন চিকিৎসকেরা। যদিও রোগী পরিষেবায় কোনও সমস্যা হবে না বলেই আশ্বস্ত করেছিলেন তাঁরা।

বেসরকারি হাসপাতালের ডাক্তারেরা এই প্রতিবাদ কর্মসূচির ঘোষণার সময় বলেছিলেন,  ‘‘জনগণের কথা ভেবে জরুরি ব্যবস্থা পুরোপুরি চালু থাকবে। কোনও রোগীর কোনও অসুবিধা হবে না। সাধারণ মানুষের কাছে আবেদন, যদি কখনও কোনও জরুরি অবস্থা হয়, তখন যে কোনও সময়ে হাসপাতালে যাবেন, চিকিৎসকেরা সব সময় সাহায্য করবেন।’’

(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)
Follow us on:
আরও পড়ুন
Advertisement