বিজেপি নিজের মিছিলে নিজেই লোক মারে, বললেন মমতা

মমতা বন্দ্যোপাধ্যায় বলেন, ‘‘দুয়ারে সরকার কর্মসূচি চলছে। আমি চাই রাজ্যের সবাই স্বাস্থ্যসাথী পান। আপনারা ক্যাম্পে গিয়ে নাম লেখান।’’

Advertisement

নিজস্ব সংবাদদাতা

কলকাতা শেষ আপডেট: ০৮ ডিসেম্বর ২০২০ ১৫:৩৫
Share:

রানিগঞ্জের সভায় মমতা বন্দ্যোপাধ্যায়। ছবি: ফেসবুক থেকে নেওয়া

উত্তরকন্যা অভিযানে যোগ দিয়ে বিজেপি কর্মী উলেন রায়ের মৃত্যু ঘিরে বাড়ছে রাজনৈতিক চাপান-উতর। ময়নাতদন্তের রিপোর্ট পেয়ে মঙ্গলবারই পুলিশ জানিয়ে দিয়েছে, উলেনের মৃত্যু হয়েছে শটগানের গুলিতে। সেই বিতর্কে এ বার উলেনের মৃত্যুর দায় বিজেপির ঘাড়েই ঠেললেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। বললেন, ‘বিজেপি নিজের মিছিলে নিজেই গুলি করে মারে।’

Advertisement

মঙ্গলবার পশ্চিম বর্ধমানের রানিগঞ্জে প্রশাসনিক বৈঠকে যোগ দেন মুখ্যমন্ত্রী। সেখানে একাধিক সরকারি প্রকল্পের সুবিধা সাধারণ মানুষকে তুলে দিয়েছেন তিনি। কয়লা খনির ধসে ক্ষতিগ্রস্তদের ফ্ল্যাট তুলে দেওয়া হয়। এ ছাড়া নানা প্রকল্পের উপভোক্তাদের সুবিধা দেওয়া হয়। সেই সভাতেই গেরুয়া শিবিরকে নিশানা করে মমতা বলেন, ‘‘একটা লোককে ছররা গুলি দিয়ে মেরে দিলে?’’ যদিও উত্তরকন্যা অভিযানের প্রসঙ্গ উল্লেখ করেননি তিনি।

ইসিএল, রেল, বিএসএনএল-এর মতো সংস্থা বেসরকারিকরণ হতে পারে বলে নানা মহলে জল্পনা রয়েছে। এ নিয়ে এ দিন সরব হয়েছেন তৃণমূলনেত্রী। তিনি বলেন, ‘‘চিত্তরঞ্জন লোকোমোটিভ বন্ধ করে দিতে চাইছেন? আমি বাঁচিয়েছিলাম এই সংস্থাকে। বেশি করে বরাত দিয়েছিলাম। কিন্তু কেন্দ্র সেই চিত্তরঞ্জনকে বেচে দিতে চাইছে। রেল, সেল, ইসিএল, বিএসএনএল বেসরকারিকরণ করে দিতে চাইছে।’’ চ্যালেঞ্জ ছুড়ে মমতা বলেন, ‘‘যতদিন বেঁচে থাকব, বেসরকারিকরণের বিরুদ্ধে লড়াই চালিয়ে যাব।’’ দীর্ঘ দিন ধরে রাজ্য সরকারের সংস্থা ডিপিএল বন্ধ হয়ে রয়েছে। মমতার বক্তব্য, ১১ মাস ডিপিএল বন্ধ থাকলেও রাজ্য সরকার মাইনে বন্ধ করেনি।’’

Advertisement

আরও পড়ুন: বন্‌ধের সন্ধ্যাতেই আলোচনায় আহ্বান শাহের, বৈঠকে যোগ দেবেন কৃষকরা

আরও পড়ুন: উত্তরকন্যা অভিযানে বিজেপি কর্মীর মৃত্যু শটগানের গুলিতে, তদন্তভার সিআইডিকে

বিজেপির বিরুদ্ধে ভোটে টাকা ছড়ানোর অভিযোগ তুলে মমতা বলেন, ‘‘ভোটের সময় দেখবেন বাইরের অনেক গুন্ডারা আসবে। টাকা নিয়ে আসবে। আপনাদের টাকা দেবে। কিন্তু ৫০০০ টাকা দিয়ে কি সংসার চলবে? সারাবছর চলবে? ওরা কিন্তু ভোট হয়ে গেলে পালিয়ে যাবে। আপনাদের বোকা বানিয়ে চলে যাবে দিল্লিতে। আমি মনে করি, টাকা দিয়ে বাংলার মানুষকে কেনা যায় না।’’

মমতা বন্দ্যোপাধ্যায় বুধবারের এই কর্মসূচিতে বলেন, ‘‘দুয়ারে সরকার কর্মসূচি চলছে। আমি চাই রাজ্যের ১০ কোটি মানুষই স্বাস্থ্যসাথী পান। আপনারা ক্যাম্পে গিয়ে নাম লেখান। কউ যদি মনে করেন কোনও সুবিধা পাননি, তা হলে ক্যাম্পে যান। নাম লেখান, সব সরকারি সুবিধা পাবেন।’’

লাইভ আপডেট:

• আমি নিজে ২৬ দিন অনশন করেছি, তাই ওদের কথা বললে আমার মনটা কাঁদে

• কৃষকদের আন্দোলন জয়ী হোক

• আর যদি কেউ মনে করে, টাকার প্যাকেট দিয়ে মানুষকে কিনবে, কিন্তু বাংলার মানুষকে কেনা যায় না

• আর সংবাদ মাধ্যমের কাছে আমার অনুরোধ, ওরা যখনই কোনও কথা বলবে, একটু ক্রস চেক করবেন

• তুমি ছররা দিয়ে একটা লোককে মেরে প্রোপাগান্ডা করতে চাইছ?

• আমরা জান-প্রাণ দিয়ে লড়ব, কিন্তু সরকারি সংস্থা বিক্রি করতে দেব না

• সামাজিক দূরত্ব বজায় রাখবেন

• করোনা এখনও যায়নি, তাই সবাই মাস্ক পরবেন

• বাংলা থেকে কি সবাইকে তাড়াতে চাইছেন?

• কিন্তু আমি বলছি, বাংলায় যাঁরা আছেন, তাঁরা সবাই থাকবেন

• আগে তেমনই নিয়ম ছিল

• কিন্তু আমি যেমন আমার মায়ের জন্মদিন জানি না

• আপনার ঠাকুমার জন্ম সার্টিফিকেট চাইবে

• আর এসে বলছে এনআরসি হবে

• ভোট শেষে কিন্তু আর ওদের পাওয়া যাবে না

• কিন্তু তাতে কি সংসার চলবে, সারা বছর চলবে?

• কিন্তু আমি আপনাদের বলছি, এক মাসে হয়তো ৫ হাজার টাকা দেবে

• আর ভোটের সময় প্রচুর টাকা নিয়ে আসে

• ভোটের সময় একে অন্যের বিরুদ্ধে উস্কে দেয়

• আর ওঁরা নির্বাচনের সময় বাইরে থেকে গুন্ডা নিয়ে এসে উস্কায়

• আমরা কিন্তু কারও মাইনে বন্ধ করিনি

• আমাদের ডিপিএল বন্ধ, প্রায় ১১ মাস, কিন্তু তবু বসিয়ে মাইনে দিচ্ছি

• আমরা কৃষকদের সঙ্গে আছি, শ্রমিকরা আমাদের সম্পদ

• কিন্তু কেন্দ্র কিছুই করেনি

• আমরা কেন্দ্রকে বলেছিলাম, বেআইনি খাদানগুলো বসে আইনি করে দিই

• আমরা যত দিন বেঁচে থাকব, রেলকে বেচতে দেব না, ইসিএল বেচতে দেব না

• উল্টে চিত্তরঞ্জনকে বেচে দেবে, বিএসএনএল বেচে দেবে, ইসিএল বেচে দেবে

• আসানসোলে বিজেপির সাংসদ কী দিয়েছে আপনাদের, কিছুই দেয়নি

• ইসিএল প্রাইভেটাইজড করে দেবে, বিএসএনএল বেচে দেবে

• কেন্দ্র কী করল, সেই চিত্তরঞ্জন লোকোমোটিভ বন্ধ করে দিতে চাইছে

• ওদের বেশি বেশি অর্ডার দিয়েছিলাম, বেঁচে গিয়েছিল

• চিত্তরঞ্জন লোকোমোটিভকে আমি বাঁচিয়েছিলাম

• আজ আমাদের ব্লকে ব্লকে কষকদের আন্দোলনের সমর্থনে প্রদর্শন চলছে

• আমরাই সরকারে থাকব, আপনাদের খাবারের জন্য টাকা দিতে হবে না

• আমরা জুন পর্যন্ত বিনা পয়সায় রেশনের ব্যবস্থা করেছি

• আমরা রেশনে এক টাকাও নিই না, ৫ কেজি করে যে গম মেলে, তার দামও নিই না

• আমরা ১২ ক্লাসের পড়ুয়াদের ট্যাবেলট দেব

• অর্থাৎ স্বাস্থ্যসাথীর কার্ডের দাম ৫ লক্ষ টাকা

• ৫ লক্ষ টাকা পর্যন্ত চিকিৎসার জন্য দেওয়া হয়

• সরকারি হাসপাতালে যেমন বিনা পয়সায় চিকিৎসা পান, স্বাস্থ্যসাথীতেও তেমন করতে পারবেন

• বিজেপি ঝড়ের বেগে গুজব ছড়ায়, আমরা ঝড়ের বেগে উন্নয়ন করব

• বিজেপি নিজের মিছিলে নিজেই লোক মারে

• বাদবাকি কাজগুলো ঝড়ের বেগে কাজ শেষ করতে হবে

• আজ অনেকেক ফ্ল্য়াট দেওয়া হয়েছে, আরও কাজ সম্পূর্ণ করা হবে

• রানিগঞ্জে ধস কবলিত এলাকায় আরও ভাল করে কাজ করতে হবে

• আজকে আমি আন্দোলনে কৃষকদের সমর্থন করতে এসেছি

• কন্যাশ্রী আমাদের ৭০ লক্ষ, দেশের আর কোনও রাজ্যে মেয়েরা এই রকম সুবিধা পান না

• সরকারি যে সব সুবিধা আছে, আমরা চাই, সবাই সেই সব সুবিধা পান

• আমরা চাই রাজ্যের ১০ কোটি মানুষই স্বাস্থ্যসাথী প্রকল্পের আওতায় আসুন

• কেউ যদি মনে করেন কোনও সুবিধা পাননি, তাঁরা ক্যাম্পে গিয়ে নাম লেখান

• রাজ্যে দুয়ারে কর্মসূচি চলছে

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement