Mamata Banerjee

সংসদ ভবনের টাকা কৃষকদের দেওয়া উচিত ছিল, বললেন মমতা

সিঙ্গুরে জমি অধিগ্রহণের প্রতিবাদে ২৬ দিন অনশন করেছিলাম। কিন্তু জমি অধিগ্রহণ করতে দিইনি, ধর্মতলার সভায় বললেন মমতা বন্দ্যোপাধ্যায়।

Advertisement

নিজস্ব সংবাদদাতা

শেষ আপডেট: ১০ ডিসেম্বর ২০২০ ১৬:৪৯
Share:

ধর্মতলার সভায় মমতা বন্দ্যোপাধ্যায়। ছবি: ফেসবুক থেকে

ধর্মতলায় কৃষি বিলের প্রতিবাদে সভায় মমতা বন্দ্যোপাধ্যায়। তিনটি কৃষি বিলের প্রতিবাদে ধর্মতলায় প্রতিবাদে নেমেছে তৃণমূল। সেই সভায় নিজের ২৬ দিনের অনশনের প্রসঙ্গ স্মরণ করিয়ে দিয়ে তৃণমূল নেত্রী বলেন, ‘‘কৃষকদের আন্দোলন থেকে আমরা সরব না।’’

Advertisement

বৃহস্পতিবারই ডায়মন্ড হারবারের সভায় তৃণমূলের বিরুদ্ধে দুর্নীতির অভিযোগ তুলেছেন বিজেপির সর্বভারতীয় সভাপতি জে পি নড্ডা। আমপানের টাকায় দুর্নীতির অভিযোগও তুলেছেন তিনি। তার জবাবে এ দিন মমতা বলেন, ‘‘একটা টাকা দিয়েছ, যে কৈফিয়ত চাইছ? আমাদের রাজ্য থেকে জিএসটি-র যে টাকা নিয়ে যান, সেই টাকা আগে ফেরত দিন।’’

মমতার বক্তব্য:

Advertisement

• শিরাকোলে আমাদের একটা সভা ছিল, কিন্তু সময় পাল্টে পরে করা হয়েছে, ওখানে কিছু হয়নি

• আমি পুলিশকে বলেছি, তদন্ত করে দেখতে

• আমি জানি না, কোথায় কী হয়েছে

• সম্মান পেতে হলে, সম্মান দিতে হয়

• যত বার আমি দিল্লি যাই, বিজেপির লোকেরা আমার বাড়ি ঘিরে রাখে

• আমি তৃণমূলের চেয়েও বেশি সামাল দিই বিরোধী নেতাদের

• তোমরা রাজ্যকে জানাও না, আর যখন নিরাপত্তা বিঘ্নিত হয়, তৃণমূলের ঘাড়ে দোষ চাপাও

• আপনারা তো কেন্দ্র থেকে নিরাপত্তা নিয়ে আসেন, তা হলে আপনার গাড়িতে হামলা কী ভাবে হয়?

• তার মধ্যে আবার বাইকের মিছিল

• একটা নেতার পিছনে ৫০টা গাড়ি কেন যাবে?

• যে দিন লোক থাকে না, নাটক করে ন্যাশনাল নিউজে দেখ, আমাদের গাড়িতে হামলা করেছে

• তৃণমূলে থাকলে সারদা-নারদার ছানা, আর বিজেপিতে থাকলেই সব মুক্ত

• যার যত বেশি দুর্নীতি, তারা ওদের এক নম্বর নেতা

• ভোজপুরী সিনেমায় একটা মহিলার শাড়ি ধরে টানছে, সেটা বলছে এখানে হয়েছে

• বাংলাদেশে একটা ঘটনা হয়েছে, এরা বলে দিচ্ছে এখানে হয়েছে

• সোশ্যাল মিডিয়ায় এরা মিথ্যে কথা বলে

• এটা বাংলার লজ্জা, ,আমার আপনার সবার লজ্জা

• রবীন্দ্রনাথকে নিয়ে যাঁরা এমন মিথ্যে কথা বলেন, তাঁরা আমাকে নিয়েও বলতে পারে

• রবীন্দ্রনাথ ঠাকুর নাকি বিশ্বভারতীতে জন্মগ্রহণ করেছিলেন, এরা কেমন মিথ্যে কথা বলে ভাবুন

• বাংলায় থেকে বাংলার বদনাম করেন, লজ্জা করে না

• আমি নাম বলব না, এক জন ভদ্রলোক, যিনি সংবিধান মেনে চলেন, তিনি বললেন, আগুন লেগেছে, দমকল ডাকুন

• এই রকম দেখলে মহিলারা সামনে এগিয়ে এসে প্রশ্ন করুন, আপনি কে, কী চান?

• বাইরে থেকে গুন্ডা নিয়ে এসে গ্রামে গ্রামে ঘুরছে

• একটা কথা মনে রাখবেন, ওরা কিন্তু আমাদের রাজ্যের দল নয়, বাইরের দল

• ওয়ান নেশন ওয়ান কার্ড করছে, অর্থাৎ ওরা একা থাকবে, আর কেউ থাকবে না

• আপনি কোথায় যাচ্ছেন, কী খাচ্ছেন সব তথ্য চাই ওদের

• ৭৩ লক্ষ চাষি কৃষকবন্ধু প্রকল্পে উপকৃত হয়েছেন

• কৃষকবন্ধু প্রকল্পে চাষিদের টাকা দিই

• আমরা এখানে কৃষকদের ফসল বিমা বিনা পয়সায় দিই

• এটা কৃষক বিরোধী আইন, জনবিরোধী আইন

• কৃষকদের ধান তুলে নিয়ে মজুতদারি করলে চলবে না

• তিনটে বিলই প্রত্যাহার করতে হবে, অত্যাবশ্যকীয় পণ্য থেকে আলু, পেঁয়াজকে বাদ দেওয়া যাবে না

• তার পরেও যদি বেসরকারি হাসপাতালে চিকিৎসা করাতে হয়, তা হলে স্বাস্থ্যসাথী আছে

• করোনার চিকিৎসাও বিনা পয়সায় হয়েছে

• আমরা বিনা পয়সায় চিকিৎসা দিই

• আমি স্বাস্থ্যসাথী সবাইকে করে দিচ্ছি, ওরা বলছে আয়ূষ্মান, কিসের আয়ূষ্মাণ?

• জুনের পরেও দেব, আমি দেখি বিজেপি কী করতে পারে

• এখন তো জুন মাস পর্যন্ত বিনা পয়সায় দিচ্ছি

• আমরা বিনা পয়সায় খাদ্য দিই, ৩১ টাকা কেজিপ্রতি খরচ হত, আমরা দিতাম ২ টাকায়

• কিন্তু আমরা প্রচুর চাল কিনে রাখি

• অন্য রাজ্য থেকে বেশি করে ধান কেনে, আর আমাদের রাজ্য থেকে কম কেনে

• আমপানে একটা টাকা দেয়নি

• কিছুই দেননি আপনারা, আমাদেরই টাকা নিয়ে যান, সেই টাকা আমাদের ফেরত দিন

• আমি শুনেছি, আজকেও বলেছেন কেন্দ্র চাল দেয়, তৃণমূল খেয়ে নেয়?

• জনসংযোগ করতে গিয়েছে, কিছু গুন্ডা নিয়ে গিয়েছিল

• বাংলার চাল বাংলার লোকেরা খাবে না, খাবে কয়েক জন জমিদার, জোতদার, মুনাফাখোর

• আপনি আপনার সবজির দাম পাবেন না, দেখবেন অন্য কেউ তুলে নিয়ে গিয়েছে

• এখন সংসদ ভবন যা আছে, তাতেই চলে যেত

• আমি মনে করি সংসদ ভবন তৈরির টাকা কৃষকদের দেওয়া উচিত ছিল

• আমপানে এক টাকা দেওয়ার ক্ষমতা নেই, বলছে হিসাব চাই

• প্রত্যেকটা আন্দোলন বন্ধ করার জন্য ওরা চক্রান্ত করে রেখেছে

• যখনই কোনও আন্দোলন হয়, তখনই বলে পাকিস্তান আক্রমণ করেছে

• কৃষক আন্দোলন যাতে দানা বাঁধতে না পারে তার জন্য নাটক চলছে, পরিকল্পনা চলছে

• দিল্লিতে এনআরসির সময় সংঘর্ষে কত জন মারা গিয়েছিল, আপনারা জানেন

• সব কিনে নিয়েছে, আপনি কোনও কথা বলতে পারবেন না

• বিজেপির সরকার ফেক ভিডিয়ো তৈরি করে ছড়িয়ে দেওয়া হয়েছে

• এরা হিন্দু ধর্মের নামে অন্য একটা ধর্ম নিয়ে এসেছে

• এরা একটা নতুন হিন্দুধর্মের আমদানি করছে

• একদিন ঘুম থেকে উঠলেন, দেখলেন নোট বাতিল হয়ে গেছে

• বিজেপি যা খুশি করছে, যখন যা ইচ্ছা তাই করছে

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement