Mamata Banerjee

WB Lockdown: বাস, লোকাল ট্রেন, মেট্রো বন্ধই, ১ জুলাই পর্যন্ত কিছু ছাড় দিয়ে রাজ্যে বিধিনিষেধ

রাজ্যে ১৫ জুন পর্যন্ত বিধিনিষেধ আরোপ করার কথা ঘোষণা করেছিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। তার সময়সীমা এ বার বাড়িয়ে দেওয়া হল।

Advertisement

নিজস্ব সংবাদদাতা

শেষ আপডেট: ১৪ জুন ২০২১ ১৫:৫৮
Share:

ফাইল চিত্র

শুধু মূল বিষয়গুলি
শেষ আপডেট: ১৪ জুন ২০২১ ১৬:৪০ key status

একনজরে ঘোষিত বিধিনিষেধ

গ্রাফিক: শৌভিক দেবনাথ

শেষ আপডেট: ১৪ জুন ২০২১ ১৬:৩৫ key status

নবান্ন থেকে বিধিনিষেধের ঘোষণা করলেন মুখ্যমন্ত্রী

কিছু বিষয়ে ছাড় দিলেও আপাতত রাজ্যে জারি থাকছে কড়া বিধিনিষেধ। মুখ্যমন্ত্রী ঘোষণা করলেন নবান্ন থেকে। 

Advertisement
শেষ আপডেট: ১৪ জুন ২০২১ ১৬:২৭ key status

সকাল ৭টা থেকে বেলা ১১টা পর্যন্ত খোলা থাকবে বাজার

সকাল ৭টা থেকে বেলা ১১টা পর্যন্ত খোলা থাকবে বাজার, মুদির দোকান ইত্যাদি। এ ছাড়া বেলা ১১টা থেকে সন্ধ্যা ছ’টা পর্যন্ত অন্য দোকান ও শপিং মল খোলা থাকবে। বেলা ১২টা থেকে রাত ৮টা পর্যন্ত খোলা থাকবে, রেস্তরাঁ, পানশালা, হোটেল । 

শেষ আপডেট: ১৪ জুন ২০২১ ১৬:২১ key status

রাজ্য ১৬ জুন থেকে ১ জুলাই থাকছে কড়া বিধিনিষেধ

রাজ্যে বাড়িয়ে দেওয়া হল কড়া বিধিনিষেধের সময়সীমা। ২৫ শতাংশ কর্মী নিয়ে চলবে সরকারি-বেসরকারি অফিস। সকাল ১০টা থেকে বিকেল ৪টে পর্যন্ত অফিস। একগুচ্ছ বিধিনিষেধের ঘোষণা করা হল নবান্ন থেকে।

Advertising
Advertising
শেষ আপডেট: ১৪ জুন ২০২১ ১৬:১৩ key status

বন্ধ থাকছে লোকাল ট্রেন, মেট্রো, বাস পরিষেবা

আপাতত বন্ধই থাকছে লোকাল ট্রেন, মেট্রো ও বাস পরিষেবা। এখনও কোনও কিছুই চালু হচ্ছে না, নবান্ন থেকে জানালেন মুখ্যসচিব। 

শেষ আপডেট: ১৪ জুন ২০২১ ১৬:১২ key status

পার্কে ঢোকার ক্ষেত্রে কী নিয়ম

পার্কে ঢোকার অনুমতি মিলবে টিকাপ্রাপ্ত হলেই, প্রাতর্ভ্রমণের অনুমতি মিলবে টিকাপ্রাপ্ত হলে।  সকাল ৬টা থেকে ৯টা পর্যন্ত পার্ক খোলা থাকবে। এ ছাড়া স্বাস্থ্য পরিষেবা ক্ষেত্রে অটো, ট্যাক্সি বা অন্য যানের যাতায়াতে ছাড় দেওয়া হয়েছে। শ্যুটিং ইউনিট ৫০ জন শিল্পী নিয়ে কাজ করতে পারবেন। ২৫ শতাংশ কর্মচারী নিয়ে খুলতে পারে বেসরকারি অফিস। সকাল ১০টা থেকে ২টো পর্যন্ত খোলা থাকবে ব্যাঙ্ক। 

নিজস্ব চিত্র

শেষ আপডেট: ১৪ জুন ২০২১ ১৬:১০ key status

স্টেডিয়ামে খেলা হতে পারে?

দর্শকশূন্য স্টেডিয়ামে খেলা হতে পারে। তবে বন্ধ থাকছে জিম, স্পা। জরুরি পরিষেবা ছাড়া বাড়ির বাইরে না বেরোতে পরামর্শ। 

শেষ আপডেট: ১৪ জুন ২০২১ ১৬:০৯ key status

খুলছে শপিং মল

শপিং মলে ৩০ শতাংশ লোককে ঢুকতে দেওয়া যাবে। রেস্তরাঁ, বার, হোটেলে ৫০ শতাংশ ক্রেতাকে প্রবেশ করতে দেওয়া যাবে। ।

শেষ আপডেট: ১৪ জুন ২০২১ ১৬:০৫ key status

খুলছে শপিং মল, তবে নিয়ম মেনে।

দীর্ঘ লকডাউনে বন্ধ থাকার পর, রাজ্যে খুলতে চলেছে শপিং মল। তবে নির্দিষ্ট সময় মেনে শপিং মল খোলা থাকবে। শপিং মলে ৩০ শতাংশ গ্রাহক প্রবেশ করতে পারবেন। ২৫ শতাংশ কর্মী কাজে যোগ দিতে পারবেন।  

নিজস্ব চিত্র

শেষ আপডেট: ১৪ জুন ২০২১ ১৬:০২ key status

রাজ্যে বন্ধই থাকছে লোকাল ট্রেন পরিষেবা

আপাতত রাজ্যে বন্ধ থাকছে লোকাল ট্রেন পরিষেবা।  

নিজস্ব চিত্র

(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)
Follow us on:
আরও পড়ুন
Advertisement