বাতিল গুরুঙ্গের অস্ত্রের লাইসেন্স

তিন জনের নামে দেশদ্রোহিতা-সহ বহু গুরুত্বপূর্ণ ধারায় মামলা হয়েছে। তাই তাঁদের ওই আগ্নেয়াস্ত্র দ্রুত জমা করা জরুরি, বলছেন পুলিশের শীর্ষকর্তারা।

Advertisement

নিজস্ব সংবাদদাতা

শিলিগুড়ি শেষ আপডেট: ১৪ সেপ্টেম্বর ২০১৭ ০৪:১০
Share:

ফাইল চিত্র।

মোর্চা সভাপতি বিমল গুরুঙ্গ এবং সাধারণ সম্পাদক রোশন গিরির ব্যক্তিগত রিভলভারের লাইসেন্স প্রত্যাহার করে নিল দার্জিলিং জেলা প্রশাসন। দার্জিলিং পুরসভার চেয়ারম্যান ডি কে প্রধানের কাছে জানতে চাওয়া হয়েছে, তাঁর আগ্নেয়াস্ত্রের লাইসেন্স কেন বাতিল করা হবে না? ২১ তারিখের মধ্যে তাঁকে জবাব দিতে বলা হয়েছে। তিন জনকেই রিভলভারের সঙ্গে কার্তুজও জমা করতে বলা হয়েছে।

Advertisement

তিন জনের নামে দেশদ্রোহিতা-সহ বহু গুরুত্বপূর্ণ ধারায় মামলা হয়েছে। তাই তাঁদের ওই আগ্নেয়াস্ত্র দ্রুত জমা করা জরুরি, বলছেন পুলিশের শীর্ষকর্তারা। না হলে বেআইনি অস্ত্র রাখার মামলাও রুজু হবে। পুরভোটের সময়ে নির্বাচন কমিশনের নির্দেশিকা মেনে রোশন গিরি রিভলভার জমা দেন। কিন্তু কার্তুজ দেননি। ৮ সেপ্টেম্বর শুনানির সময়ে সকলকে জেলাশাসকের দফতরে ডাকা হয়। কিন্তু কেউ যাননি। এ দিন পাতলেবাসে গুরুঙ্গের বাড়ি ও অফিসে নোটিস টাঙিয়ে দিয়ে আসা হয়। নোটিস দেওয়া হয় রোশন এবং ডি কে প্রধানের বাড়িতেও।

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement