ফাইল চিত্র।
এ বার ২৩ জানুয়ারি নেতাজি সুভাষচন্দ্র বসুর ১২৫তম জন্মদিন। ‘দেশপ্রেম দিবস’ ঘোষণার পুরনো দাবির পাশাপাশি ১২৫তম জন্মবার্ষিকী উপলক্ষে নেতাজিকে নিয়ে বিশদ অনুষ্ঠান আয়োজনের আর্জি জানিয়ে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীকে চিঠি দিলেন ফরওয়ার্ড ব্লকের সাধারণ সম্পাদক দেবব্রত বিশ্বাস। ওই দিন জাতীয় ছুটি ঘোষণার আর্জি জানিয়ে আগেই চিঠি দিয়েছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। চিঠিতে দেবব্রতবাবু লিখেছেন, ‘একতা, বিশ্বাস ও বলিদান’— নেতাজির এই আহ্বান এখন আরও বেশি প্রাসঙ্গিক। ফ ব-র প্রস্তাব, ১২৫তম বছরে নেতাজির উপরে স্ট্যাম্প ও মুদ্রা প্রকাশ, তাঁর নামে সাহসিকতার পুরস্কার চালু বা স্কুল-কলেজের পাঠ্যক্রমে নেতাজিকে নিয়ে বিশেষ অধ্যায় অন্তর্ভুক্তির মতো পদক্ষেপ করুক কেন্দ্র। এরই পাশাপাশি ফ ব-র সব রাজ্য কমিটি ও দলীয় সদস্যদের কাছে আহ্বান জানানো হয়েছে, ১২৫ বছরে নেতাজিকে নিয়ে বিশেষ পরিকল্পনার ভাবনা তাঁরা দলকে জানান।