Narendra Modi

কৃষি ঋণ নিয়ে মোদীকে চিঠি

ঋণ মকুবের বিষয়ে সুপ্রিম কোর্টে দেওয়া হলফনামায় কেন্দ্রই এই তথ্য মেনে নিয়েছে বলে অধীরবাবু চিঠিতে লিখেছেন।

Advertisement

নিজস্ব সংবাদদাতা

শেষ আপডেট: ০১ ডিসেম্বর ২০২০ ০৩:১৫
Share:

ছবি পিটিআই।

ক্ষুদ্র ও প্রান্তিক কৃষকদের ঋণের ক্ষেত্রে কিছু স্বস্তি দেওয়ার দাবি জানিয়ে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীকে চিঠি দিলেন লোকসভায় বিরোধী দলের নেতা ও প্রদেশ কংগ্রেস সভাপতি অধীর চৌধুরী। তাঁর অভিযোগ, কৃষকদের সমস্যাকে কেন্দ্রীয় সরকার যেমন গুরুত্ব দিচ্ছে না, তেমনই ব্যাঙ্কগুলিও তাঁদের দুর্দশার প্রতি উদাসীন। এক জন কৃষক সাধারণ নাগরিক হিসেবে গাড়ি বা ফ্রিজ কিনলে যখন মাসিক কিস্তি (ইএমআই) পরিশোধের অঙ্ক মকুবের সাময়িক সুবিধা পাবেন, তিনিই ট্রাক্টর বা অন্য কোনও কৃষি সরঞ্জাম কিনলে সেই সুবিধা পাবেন না! ঋণ মকুবের বিষয়ে সুপ্রিম কোর্টে দেওয়া হলফনামায় কেন্দ্রই এই তথ্য মেনে নিয়েছে বলে অধীরবাবু চিঠিতে লিখেছেন। এই পরিস্থিতিতে প্রধানমন্ত্রীর কাছে তাঁর দাবি, কিসান ক্রেডিট কার্ডে যাঁরা ঋণ নিয়েছেন, তাঁদের শুধু সুদের টাকা দিয়ে পুনর্নবীকরণের সুবিধা দেওয়া হোক। আসলের অঙ্ক মকুব করা হোক। এর ফলে ৮৫% কৃষক কিছুটা স্বস্তি পাবেন বলে অধীরবাবুর যুক্তি।

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement