শ্রমমন্ত্রী মলয় ঘটক। ফাইল চিত্র।
সরকারি ঘোষণা থাকলেও লকডাউনের সময়ের মজুরি পাননি অধিকাংশ চটকলের শ্রমিকেরাই। বারংবার বিভিন্ন মহলে দাবি জানিয়েও সমস্যার সুরাহা হয়নি। ওই সময়ের জন্য সবেতন ছুটি, গ্র্যাচুইটি, বোনাস-সহ ন্যায্য আর্থিক পাওনা থেকে চটকল শ্রমিকেরা যাতে বঞ্চিত না হন, তার জন্য হস্তক্ষেপ চেয়ে রাজ্যের শ্রমমন্ত্রী মলয় ঘটককে চিঠি দিল ফেডারেল চটকল মজদুর ইউনিয়ন (এফসিএমইউ)। চিঠি পাঠানো হয়েছে শ্রম কমিশনারের কাছেও। এফসিএমইউ-এর সাধারণ সম্পাদক দেবাশিস দত্ত চিঠিতে আর্জি জানিয়েছেন, লকডাউন-পর্বের জন্য স্পষ্ট ঘোষণা করা হোক সরকারের তরফে, যাতে চটকল শ্রমিকেরা তাঁদের পাওনা পেতে পারেন। চিঠিতে দেবাশিসবাবুর আরও অভিযোগ, ১০ হাজার শ্রমিককে ‘স্থায়ী’ এবং আরও ১০ হাজারকে ‘স্পেশ্যাল বদলি’ হিসেবে রাখার সরকারি নির্দেশিকা কোনও চটকল কর্তৃপক্ষই মানেননি।